শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

আট শিশুর মৃত্যু মর্মান্তিক

রাজধানীর মিরপুরের রূপনগরে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আট শিশুর মৃত্যু হয়েছে। আহতের মধ্যে রয়েছে আরও ১৫ শিশুসহ অন্তত ২৩ জন। এর মধ্যে তিন শিশুর অবস্থা আশঙ্কাজনক। বুধবার বেলা সোয়া ৩টার দিকে মণিপুরী স্কুলসংলগ্ন ফজর মাতবর বস্তির খেলার মাঠের পাশে মর্মান্তিক এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ছিন্নবিচ্ছিন্ন হয়ে মারা যায় পঁাঁচ শিশু। তিনজন মারা যায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায়। এ ঘটনায় গুরুতর আহত বেলুন বিক্রেতা আবু সাইদকে গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, রূপনগর আবাসিক এলাকার ১১ নম্বর সড়কে দু-তিন দিন পরপরই গ্যাস বেলুন বিক্রি করতে আসতেন আবু সাইদ। আসামাত্রই তাকে ঘিরে ধরত বস্তির শিশুরা। বরাবরের মতো বুধবার বিকালেও ওই বেলুন বিক্রেতা গাড়ি নিয়ে এলে তাকে ঘিরে ধরে শিশুরা। এ সময় সিলিন্ডারে পাউডার-জাতীয় কিছু একটা ভরছিলেন বেলুন বিক্রেতা। এর পরপরই হঠাৎ বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। সঙ্গে সঙ্গে আশপাশে থাকা ১০-১২ জন প্রায় ১৫ ফুটের মতো দূরে ছিটকে পড়ে। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে চার শিশুর ছিন্নভিন্ন দেহ পাওয়া যায়। পেটে আঘাত পাওয়া আরেক শিশু দৌড়ে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করে, কিছুদূর যাওয়ার পর সেও লুটিয়ে পড়ে। সেখানেই তার মৃত্যু হয়। গুরুতর অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়ার পরপরই মারা যায় ফারজানা নামের এক শিশু। সে বোন মরিয়মকে নিয়ে এসেছিল বেলুন কিনতে। ফারজানা মারা গেলেও ভাগ্যক্রমে বেঁচে যায় মরিয়ম। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর থেকে কিছু দেখলেই আঁতকে উঠছে মরিয়ম। বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণহানির ঘটনা নতুন নয়। সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ভরা বেআইনি। বিস্ফোরক পরিদফতরের দাবি, তাদের পক্ষ থেকে মাঝে মাঝে গ্যাস বেলুন বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আট শিশুর মৃত্যু ও ২৩ জন আহত হওয়ার ঘটনাকে শুধু মর্মান্তিক বললেও কম বলা হবে। আহতের অনেককেই সারা জীবন পঙ্গু হয়ে থাকতে হবে। গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস ভরে বেলুন বিক্রি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে- আমরা এমনটিই দেখতে চাই।

সর্বশেষ খবর