মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

তোরা সব জয়ধ্বনি কর

টি-২০ ক্রিকেটে টাইগারদের দিল্লি জয়

তোরা সব জয়ধ্বনি কর...। অবশেষে টি-২০ ক্রিকেটে ভারতের বিরুদ্ধে জয় পেল বাংলাদেশ। দলের প্রাণশক্তি হিসেবে পরিচিত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবালকে ছাড়াই এলো এই জয়। তাও আবার ভারতের মাটিতে, সাত উইকেটের বড় ব্যবধানে। সাকিব আল হাসানের বিরুদ্ধে আইসিসির নিষেধাজ্ঞায় বাংলাদেশ দল যখন মানসিকভাবে বিপর্যস্ত তখন টি-২০তে বহুল প্রত্যাশিত এই জয় টাইগারদের উজ্জীবিত হতে সাহায্য করবে। এবারের জয়ের নায়ক মুশফিকুর রহিম। জয়টি এসেছে মাহমুদুল্লাহ রিয়াদের অধিনায়কত্বে। জয়সূচক রানটিও এসেছে তার ব্যাট থেকে। তিন বছর আগে যে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের ভুলে ভারতের বিরুদ্ধে সহজ ম্যাচে হেরেছিল টাইগাররা, সেই দুই তারকাই রবিবার বুক চিতিয়ে লড়াই চালিয়ে জিতিয়ে দিলেন বাংলাদেশকে। ছক্কা হাঁকিয়ে ম্যাচ ফিনিশ করলেন মাহমুদুল্লাহ, আর হার না মানা ৬০ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচসেরা হলেন মুশফিক। ভারতের বিরুদ্ধে টি-২০তে বাংলাদেশের এটি প্রথম জয়। টি-২০ ক্রিকেট ইতিহাসে ১০০০তম ম্যাচে ৭ উইকেটে পাওয়া এই জয় স্মরণীয় হয়ে থাকবে। ২০১৬ বিশ্বকাপে বেঙ্গালুরুর চেন্নাস্বামীতে শেষ তিন বলে দুই রানই করতে পারেননি দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিক ও মাহমুদুল্লাহ। কাকতালীয়ভাবে রবিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামেও শেষ ওভারে ছিলেন সেই দুই সিনিয়র ক্রিকেটার। তবে এবার তারা ভুল করেননি। হেসে খেলে ৩ বল আগেই ম্যাচ জয় করে দিয়েছেন। দারুণ এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ। শেষ ১২ বলে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ২২ রান। ১৯তম ওভারেই আসে ১৮ রান। খলিল আহমেদের করা ওভারের শেষ চার বলে চারটি বাউন্ডারি হাঁকান মুশফিক। মাত্র ৪৩ বলে ৬০ রান করেন তিনি।  ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতে টি-২০তে জয় স্বাগতিকদের বিরুদ্ধে বাকি খেলাগুলো সাহস ভরে খেলতে টাইগারদের উৎসাহিত করবে। টিম বাংলাদেশের দুঃসময়ে হার না মানা যে মনোভাব মাহমুদুল্লাহ রিয়াদ বাহিনী দেখিয়েছে তা অভিনন্দনযোগ্য। আমাদের বিশ্বাস এই জয়কে আত্মপ্রসাদে ভোগার বদলে আরও দায়িত্বশীল হওয়ার সুযোগ হিসেবে নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর