বুধবার, ৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

সাদেক হোসেন খোকার মৃত্যু

মুক্তিযুদ্ধের গেরিলা যোদ্ধাকে শেষ শ্রদ্ধা

মহান মুক্তিযুদ্ধের গেরিলা মুক্তিযোদ্ধা, অবিভক্ত ঢাকার সর্বশেষ মেয়র সাদেক হোসেন খোকা সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এক ক্যান্সার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৭। তিনি স্ত্রী, দুই পুত্র, কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। সাদেক হোসেন খোকার জন্ম ১৯৫২ সালের ১২ মে মুন্সীগঞ্জের সৈয়দপুরে, বাবা ছিলেন প্রকৌশলী। শিশুকাল থেকেই তিনি ছিলেন দুরন্ত। হার না মানা মনোভাবের অধিকারী। গেরিলা মুক্তিযোদ্ধা, সিটি কাউন্সিলর, মন্ত্রী এবং মেয়র হিসেবে তিনি সাহসিকতার দৃষ্টান্ত রেখেছেন। মুক্তিযুদ্ধে গেরিলা যোদ্ধা হিসেবে যারা দখলদার পাকিস্তানি বাহিনী নিয়ন্ত্রণাধীন বাংলাদেশের রাজধানী ঢাকাকে কাঁপিয়ে তুলেছিলেন সাদেক হোসেন খোকা ছিলেন তাদেরই একজন। একাত্তরের স্বাধীনতার উত্তাল সংগ্রামের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে মা-বাবাকে না জানিয়ে তিনি বন্ধুবান্ধবদের নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। দুর্র্ধর্ষ গেরিলা যোদ্ধা সাদেক হোসেন খোকা রাজারবাগের কাছে মোমিনবাগে পূর্ব পাকিস্তান নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়, ঢাকা হলের পেছনে এয়ারফোর্সের রিক্রুটিং সেন্টার এবং ডিএফপিতে গ্রেনেড হামলার নেতৃত্ব দেন। ছাত্রজীবনে ছাত্র ইউনিয়ন (মেনন)-এর সদস্য ছিলেন তিনি। স্বাধীনতার পর ইউনাইটেড পিপলস পার্টি (ইউপিপি) এবং পরে ন্যাপ ভাসানীর সঙ্গে সম্পৃক্ত ছিলেন। জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৮৪ সালে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন। তৃণমূল পর্যায় থেকে নেতৃত্ব পেয়ে জীবনের শেষ সময় পর্যন্ত দলের ভাইস চেয়ারম্যান পদে দায়িত্বে ছিলেন। প্রথমে গোপীবাপ-কোতোয়ালির ওয়ার্ড কমিশনার নির্বাচিত হওয়ার মাধ্যমে তিনি জনপ্রতিনিধি হন। এরপর ঢাকা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন ২০০২ সালের ২৫ এপ্রিল।  রাজনীতিবিদ হিসেবে সাদেক হোসেন খোকার মতাদর্শের সঙ্গে অনেকের ভিন্নমতের অবকাশ থাকলেও মুক্তিযোদ্ধা হিসেবে তার অবদান অবিস্মরণীয়। মেয়র হিসেবে রাজধানীর বিভিন্ন রাজপথ মুক্তিযোদ্ধাদের নামে নামকরণের সাহসী সিদ্ধান্ত নেন তিনি। দীর্ঘদিন বিদেশে চিকিৎসার জন্য অবস্থান করায় পাসপোর্টের মেয়াদ না থাকা সত্ত্বেও সরকার তাকে মৃত্যুর আগে দেশে ফেরার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রধানমন্ত্রী নিজে তার অবস্থা সম্পর্কে খোঁজখবর নেওয়ার ঔদার্যতা দেখিয়েছেন। মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার প্রতি আমাদের শেষ শ্রদ্ধা।

সর্বশেষ খবর