মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বুলবুলের তাণ্ডব

রেখে গেল সর্বনাশের থাবা

ঘূর্ণিঝড় বুলবুল জানমালের ওপর তান্ডব চালিয়ে রবিবার ভোরে বাংলাদেশের স্থলভাগ অতিক্রম করেছে। সুন্দরবনে বাধাগ্রস্ত হয়ে এটি অনেকটা স্তিমিত হয়ে না পড়লে কী অনাসৃষ্টি ঘটাত তা আল্লাহ মালুম। ঘূর্ণিঝড়ে সারা দেশে ১৩ জনের প্রাণহানি ঘটেছে। যার মধ্যে খুলনায় দুজন, পিরোজপুরে দুজন, বরিশালে একজন, পটুয়াখালীতে দুজন, বরগুনায় একজন, বাগেরহাটে দুজন, গোপালগঞ্জে একজন, শরীয়তপুরে একজন ও মাদারীপুরে একজন রয়েছেন। তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর ভাষ্য, ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে দুজন নিহত ও আহত হয়েছেন ৩০ জন। এ সময় ৪ থেকে ৫ হাজার কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত হানার আগে ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। বুলবুলের আঘাতে পশ্চিমবঙ্গে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সমুদ্র উপকূলবর্তী উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ও মেদিনীপুর জেলা। গতকাল পর্যন্ত দুর্গত এলাকার বহু স্থানে বিপর্যস্ত হয়ে রয়েছে বিদ্যুৎ সরবরাহ। অনেক স্থানে পড়ে আছে বিদ্যুতের খুঁটি। রাস্তাঘাটে প্রচুর গাছপালা ভেঙে সড়ক চলাচল ব্যাহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার নদীর বাঁধ। দুর্গত এলাকায় উদ্ধারকাজ শুরু হয়েছে। রাস্তায় পড়া গাছ সরানো হচ্ছে। উদ্ধার ও ত্রাণ কাজে নেমেছেন ভারতীয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১০টি টিম, রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর ছয়টি টিম, কলকাতা পুলিশের উদ্ধারকারী দল এবং সেই সঙ্গে উপকূল রক্ষীবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা। গতকাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কাকদ্বীপ যান দুর্গত এলাকা পরিদর্শনের জন্য। ঘূর্ণিঝড়ে প্রাণহানি সীমিত হলেও বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে গাছপালা, ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আমন ধান ও সবজির ব্যাপক সর্বনাশ ঘটেছে। মাছের ঘের তলিয়ে যাওয়ায় উপকূল অঞ্চলের মাছ চাষিরা সর্বস্বান্ত হয়ে পড়েছেন। ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডব রক্ষাকবচ হিসেবে সুন্দরবনের প্রতিরোধী ভূমিকা নতুন করে তুলে ধরেছে। সুন্দরবন বাংলাদেশকে টর্নেডো-জলোচ্ছ্বাস থেকে বার বার রক্ষা করলেও বিশ্বের এই বৃহত্তম বাদাবনের প্রতি আমাদের কৃতঘ্নতার শেষ নেই! বিশ্বঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃত এ বনের সুরক্ষার বদলে তার সর্বনাশ সাধনে অনেকেই তৎপর। এই অবিমৃশ্যকারিতার অবসান হওয়া উচিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর