শিরোনাম
রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

জাতিসংঘে প্রস্তাব

রোহিঙ্গা প্রশ্নে নিরাপত্তা পরিষদের চোখ খুলুক

জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে রোহিঙ্গা সমস্যার সমাধানে বিপুল ভোটাধিক্যে প্রস্তাব পাস হয়েছে। ১৪২টি দেশ এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে এবং চীন, রাশিয়াসহ নয়টি দেশ প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়েছে। ভোটদানে বিরত ছিল ৩২টি দেশ। ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি’ শিরোনামে আনীত রোহিঙ্গা সংকট সম্পর্কিত এবারের প্রস্তাবটির বিশেষ দিক হলো, এতে রোহিঙ্গা সমস্যা সমাধানের বিভিন্ন উপায়ের ওপর আলোকপাত এবং মিয়ানমারকে কী কী পদক্ষেপ নিতে হবে, তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। প্রস্তাবটি নিরাপত্তা পরিষদকে রোহিঙ্গা সমস্যার সমাধানে সুস্পষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে; যা নিরাপত্তা পরিষদের ওপর সরাসরি চাপ সৃষ্টি করবে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যর্থতার জন্য এতে মিয়ানমারকে দায়ী করে স্পষ্ট রাজনৈতিক সদিচ্ছা প্রদর্শন ও প্রত্যাবর্তনের উপযোগী পরিবেশ তৈরিসহ সুনির্দিষ্ট ১০টি বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। এতে মিয়ানমারবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতকে বাস্তব পরিস্থিতির বিষয়ে রিপোর্টিং বাধ্যতামূলক করার কথাও উল্লেখ করা হয়েছে। ২০১৭ সালের উদ্ভূত পরিস্থিতির ওপর ওই বছর থেকেই নিয়মিতভাবে ওআইসির নেতৃত্বে মিয়ানমারের মানবাধিকার সংকট ইস্যুতে তৃতীয় কমিটিতে প্রস্তাব আনা হচ্ছে। চলতি বছর তৃতীয় কমিটিতে ওআইসি, ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশগুলো, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, মেক্সিকোসহ মোট ১০২টি দেশ প্রস্তাবটি কো-স্পন্সর করায় বিপুল সংখ্যাধিক্যে গৃহীত হয়েছে। চীন রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে মধ্যস্থতার ভূমিকা পালন করলেও এটিকে বিশ্বজনীন ইস্যু বানাতে অনাগ্রহী। চীনের সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সখ্যের কারণে রাশিয়াও এ ইস্যুতে অভিন্ন ভূমিকা নিয়েছে। আশা করা হচ্ছে, জাতিসংঘ সাধারণ পরিষদের মানবাধিকার সম্পর্কিত প্রস্তাব নিরাপত্তা পরিষদের ওপর নৈতিক চাপ সৃষ্টি করবে। সমস্যার সমাধানে যার বিকল্প নেই। বাংলাদেশ প্রথম থেকেই রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করে চলেছে। আঞ্চলিক শান্তির জন্য যা প্রাসঙ্গিকতার দাবিদার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর