বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

লবণ নিয়ে গুজব

গাঁজার নৌকার পাহাড় ডিঙানোর কথকতা

গাঁজার নৌকা কীভাবে পাহাড় ডিঙায় তার প্রমাণ পাওয়া গেল লবণ নিয়ে গুজবের ছড়াছড়িতে। ঈগলে কান নিয়েছে এমন গুঞ্জনে কানে হাত না দিয়ে ঈগলের পেছনে দৌড়ে মঙ্গলবার হয়রানির শিকার হয়েছে দেশজুড়ে হাজার হাজার লোক। দেশে লবণের কোনো ঘাটতি নেই এবং ইতিমধ্যে শুরু হয়েছে লবণ প্রক্রিয়াজাত করার মৌসুম। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন-বিসিক দেশে লবণের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে। বরং চাহিদার চেয়ে ছয় গুণ বেশি লবণ মজুদ থাকার কথা বলেছে সংস্থাটি। গুজব ছড়িয়ে অতিরিক্ত দামে লবণ বিক্রির অভিযোগে মঙ্গলবার সারা দেশে ১৩৩ জনকে আটক করা হয়েছে। একই সঙ্গে শতাধিক ব্যবসায়ীকে করা হয়েছে জরিমানা। তথ্য অধিদফতর থেকে এক প্রেস নোটে জানানো হয়, একটি মহল পরিকল্পিতভাবে দেশে গুজব ছড়াতে লিপ্ত রয়েছে। সম্প্রতি দেশে লবণের প্রাপ্যতা নিয়েও গুজব ছড়ানোর একটি অপচেষ্টা চলছে। ইতিমধ্যে শিল্প মন্ত্রণালয় থেকে এ বিষয়ে গণমাধ্যমে জানানো হয়েছে, প্রকৃতপক্ষে দেশে লবণের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং ডিসেম্বর মাসেই দেশে উৎপাদিত নতুন লবণ বাজারে আসবে। বর্তমান মজুদের সঙ্গে যোগ হবে নতুন লবণ। ফলে দেশে লবণের কোনো সংকট নেই বা এমন কোনো আশঙ্কাও নেই। লবণ নিয়ে কিংবা অন্য কোনো বিষয়ে কোনো ব্যক্তি বা মহল সামাজিক যোগাযোগমাধ্যমে বা অন্য যে কোনোভাবে গুজব ছড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অনলাইন গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অসৎ ব্যবসায়ীদের জন্য পোয়াবারো অবস্থা সৃষ্টি করা হয়। লবণ বাজারজাতকারী বিভিন্ন প্রতিষ্ঠান চলতি সপ্তাহেও যখন ২৫% কম দামে লবণ বিক্রির অফার দিয়েছে, সেখানে গুজবের কারণে কয়েক ঘণ্টার মধ্যে বেড়ে যায় লবণের দাম। যার আগামী দু-এক সপ্তাহে লবণ কেনার কথা নয়, তেমন মানুষও কয়েক মাসের জন্য লবণ কিনে ঘরে উঠিয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুরুতেই মাঠে নামায় সন্ধ্যার আগেই লবণের দাম চলে আসে স্বাভাবিক অবস্থায়। গত অর্থবছরে দেশে ১৮ লাখ ২৪ হাজার টন লবণ উৎপাদিত হয়েছে। ১৫ নভেম্বর পর্যন্ত দেশে মজুদ লবণ ছিল সাড়ে ৬ লাখ টন। ডিসেম্বরে নতুন লবণ উঠলে দামে বরং ধস নামার কথা। কিন্তু গুজব নামের গাঁজার নৌকা লবণে ভর করে পাহাড় ডিঙানোর কৃতিত্ব দেখিয়েছে। কেটেছে গরিব মানুষের পকেট। ধিক্ গুজব সৃষ্টিকারীদের।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর