রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

অস্থির শ্রমবাজার

রেমিট্যান্সে বিরূপ প্রতিক্রিয়ার শঙ্কা

বিদেশের শ্রমবাজারগুলো থেকে কোনো সুখবর নেই বললেই চলে। আশা করা হচ্ছিল মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে কর্মী নেওয়া আবার শুরু হবে। কিন্তু এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য দুই পক্ষের আহূত বৈঠক স্থগিত হয়ে যাওয়ায় অনিশ্চয়তা মাথা চাড়া দিয়ে উঠেছে। আরব আমিরাতের শ্রমবাজার থেকে সুখবর আসার যে আশা করা হচ্ছিল তা সে অবস্থায় রয়ে গেছে। এদিকে অবৈধভাবে যারা মালয়েশিয়ায় অবস্থান করছেন এমন অভিবাসীর প্রতি সাধারণ ক্ষমার আওতায় অন্তত ৩২ হাজার বাংলাদেশি দেশে ফিরে আসছেন। স্মর্তব্য, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক পুলিশি অভিযানের মুখে মালয়েশিয়ায় সাধারণ ক্ষমার আওতায় বিনা বাধায় দেশে ফিরতে প্রায় ৩২ হাজার বাংলাদেশি আবেদন করেছেন। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়াসহ বিভিন্ন কারণে তারা মালয়েশিয়ায় অবৈধ বা অনিয়মিত হয়ে পড়েছিলেন। মালয়েশিয়া সরকার অবৈধ বিদেশি কর্মীদের নিজ নিজ দেশে ফেরত যেতে ‘ব্যাক ফর গুড’ বা চিরতরে ফেরা কর্মসূচি চালু করে। এর আওতায় গত সোমবার পর্যন্ত প্রায় ২৯ হাজার বাংলাদেশি সাধারণ ক্ষমার সুযোগ নিয়েছেন। তাদের একাংশ দেশে ফিরেছেন। বাকিরা ফেরার অপেক্ষায় আছেন। মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে এই সুযোগে এয়ারলাইনসগুলো টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে। এজন্য প্রবাসীদের দেশে ফেরার টিকিট কাটতে গিয়ে বাড়তি টাকা গুনতে হচ্ছে। প্রসঙ্গত, ‘ব্যাক ফর গুড’ কর্মসূচি ঘোষণার আগে দেশে ফিরতে আগ্রহী অবৈধ অভিবাসীদের জেল-জরিমানার সম্মুখীন হতে হতো। অবৈধ অভিবাসীদের দুর্দশা লাঘবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ গত জুলাইয়ে ‘ব্যাক ফর গুড’ কর্মসূচি নেন। ১ আগস্ট শুরু হওয়া এ কর্মসূচি চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। এর আওতায় অবৈধ বিদেশি কর্মীকে ৭০০ মালয়েশিয়ান রিংগিত বা প্রায় ১৪ হাজার টাকা জরিমানা দেওয়ার পাশাপাশি ফিরতি টিকিটসহ আবেদন করতে হয়েছে। মালয়েশিয়া থেকে বিপুলসংখ্যক কর্মীর দেশে ফেরত আসা রেমিট্যান্স আয়ের ওপর বিরূপ প্রতিক্রিয়া ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে মালয়েশিয়ায় নতুনভাবে শ্রমিক নেওয়া শুরু হলে এ ক্ষেত্রে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দেবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর