মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ব্যাংক সুদের হার

এক অঙ্কের প্রতিশ্রুতি পূরণ হোক

ব্যাংক ঋণ ও আমানতের সুদহার আগামী জানুয়ারি থেকেই ৯ ও ৬ শতাংশে নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। এ উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে কমিটি গঠনের কথা বলেছেন। এক সপ্তাহের মধ্যে কমিটি প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদনের ভিত্তিতে খেলাপি ঋণ কমিয়ে আনা ও শিল্প খাতের সুদহার সিঙ্গেল ডিজিটে বাস্তবায়ন করা হবে। রবিবার শেরেবাংলানগরে পরিকল্পনা কমিশনের সম্মেলন কক্ষে দেশের সব ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রী ব্যাংক ঋণ ও আমানতের সুদহার কমিয়ে আনার ব্যাপারে ইতিপূর্বে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ার কথা স্বীকার করেন। বলেন, এখন পর্যন্ত সুদহার এক অঙ্কে নেমে আসেনি কেন এবং খেলাপি ঋণ দিন দিন কী কারণে বাড়ছে তা তদারকির জন্য কমিটি গঠন করা হচ্ছে। আগামী সাত দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে কমিটি। তাদের পরামর্শ অনুযায়ী ১ জানুয়ারি ঋণ ও আমানতের নতুন সুদহার বাস্তবায়নের কার্যক্রম শুরু হবে। কমিটি বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নর, সরকারি ও বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তাদের নিয়ে গঠন করা হচ্ছে। ২ শতাংশ ডাউন পেমেন্টে ৯ শতাংশ সুদে ঋণ পুনঃ তফসিলের সুবিধা দেওয়া হলেও হাই কোর্ট স্থগিতাদেশ দেওয়ায় ব্যবসায়ীরা এ সুবিধা নিতে পারেননি। বর্তমানে স্থগিতাদেশ প্রত্যাহৃত। এর ফলে ডিসেম্বর শেষে খেলাপি ঋণ অবশ্যই কমবে। ব্যাংক ঋণের হার মাত্রাতিরিক্ত হওয়ায় বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে। দুনিয়ার কোনো দেশে বিনিয়োগকারীদের ব্যাংক ঋণ পেতে চড়া সুদ গুনতে হয় না। চড়া সুদের কারণে বিনিয়োগকারীরা অনেক সময় ঋণ খেলাপের শিকার হন। আমরা নীতিগতভাবে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির জন্য ব্যাংক ঋণের হার কমিয়ে আনার পক্ষে। পাশাপাশি ঋণ খেলাপের বিরুদ্ধেও সরকার কঠোর অবস্থান নেবে- এমনটিই দেখতে চাই। ঋণ খেলাপের ধারা বন্ধ হলে ব্যাংক ঋণের ৯ শতাংশ সুদেই ব্যাংকগুলোর মুনাফা আগের চেয়ে বাড়বে। স্ফীত হবে দেশের অর্থনীতি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর