সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বিচার বিভাগীয় সম্মেলন

রাষ্ট্রের তিন অঙ্গের সুসমন্বয় কাম্য

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনায় রাষ্ট্রের তিনটি অঙ্গ- আইন বিভাগ, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়েছেন। বলেছেন, তিনটি অঙ্গ তাদের নিজস্ব আইন ও নীতি দ্বারা চলবে- এটা ঠিক, আবার তিনটি অঙ্গের মধ্যে সমন্বয় থাকতে হবে, যা দেশকে শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে। মানুষের ন্যায়বিচার পাওয়া এবং উন্নয়নের জন্য এটা একান্ত অপরিহার্য। শিগগিরই স্বতন্ত্র আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাননীয় প্রধান বিচারপতি একটি আইন বিশ্ববিদ্যালয়ের কথা বলেছেন। এই ধারণাটা কখনো আমাদের চিন্তায় আসেনি বা কেউ বলেনওনি। এটা অত্যন্ত উত্তম একটা প্রস্তাব, এ বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে আলাপ করে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পৃথিবীর সব দেশে আছে, আমাদের দেশে কেন থাকবে না! বিচারকদের নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা বিভিন্ন সন্ত্রাসী বা অপরাধীদের বিচার করেন, রায় দেন তাদের নিরাপত্তা আর বসবাসের ভালো ব্যবস্থা করা, যাতায়াতের সুব্যবস্থা করা এটা অবশ্যই সরকারের কর্তব্য। কাজেই এ জন্য যা করণীয়, সেটা অবশ্যই সরকার করবে। বিচার বিভাগীয় সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। রাষ্ট্রের অপরিহার্য তিনটি অঙ্গ আইন বিভাগ, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের সমন্বিত পদক্ষেপ রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে চাবিকাঠির ভূমিকা রাখে। তিনটি বিভাগের প্রতি পারস্পরিক আস্থা ও শ্রদ্ধাবোধ সুশাসনের জন্য জরুরি। প্রধানমন্ত্রী রাষ্ট্রের তিনটি অঙ্গের মধ্যে সমন্বয়ের যে আশাবাদ ব্যক্ত করেছেন তা দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অবদান রাখবে। বিচার বিভাগীয় সম্মেলনে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিচার বিভাগের সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। বিচারকের সংখ্যা পর্যায়ক্রমে দ্বিগুণ করার তাগিদ দিয়েছেন তার বক্তব্যে। নতুন আদালত ভবন নির্মাণ, জনবল নিয়োগ, যানবাহন, আসবাবপত্র, আইটি সরঞ্জাম সরবরাহ, নতুন বিচারক নিয়োগ এবং বিচারকদের নিরাপত্তা বিধান ইত্যাদি কার্যক্রমে বিচার বিভাগে উন্নত কর্মপরিবেশের সৃষ্টি হওয়াকে আশাব্যঞ্জক বলে অভিহিত করেছেন।  বিচার বিভাগীয় সম্মেলনের মাধ্যমে দেশে আইনের শাসন এবং ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্রের তিন অঙ্গের মধ্যে আস্থার সম্পর্ক আরও বিকশিত হবে এমনটিই প্রত্যাশিত।  গণতন্ত্রের জন্যও যা খুবই প্রাসঙ্গিক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর