সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

নকল ভেজাল ওষুধ

অপরাধীদের কঠিন শাস্তি নিশ্চিত করুন

বাংলাদেশ উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ওষুধ শিল্পে সবচেয়ে অগ্রসর দেশ। স্বাধীনতার আগে দেশ ওষুধ শিল্পে ছিল পরনির্ভরশীল। এখন দেশি ওষুধ বাজার চাহিদার ৯৭ শতাংশ পূরণ করছে। ওষুধ রপ্তানিতে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে এগিয়ে। বিশে^র ১৪৫টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ। গত পাঁচ বছরে ওষুধ রপ্তানি বেড়েছে প্রায় দ্বিগুণ। এ সাফল্যের বিপরীতে দেশজুড়ে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের ওষুধ বিপণনের ঘটনাও ঘটছে অবাধে। পরিণতিতে এ খাতের সব সাফল্য প্রশ্নের মুখে পড়েছে। কার্যকর তদারকির অভাবে দেশের হাজার হাজার ফার্মেসিতে বিশেষ করে মফস্বলের ওষুধ ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ, ভেজাল ও নিম্নমানের ওষুধ অবাধে বিক্রি হচ্ছে। বেশি মুনাফার আশায় একশ্রেণির বিক্রেতা সচেতনভাবেই নকল ভেজাল ওষুধের সঙ্গে জড়িয়ে পড়ছে। ফলে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার করে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে লাখ লাখ মানুষ। মেয়াদোত্তীর্ণ ওষুধ উৎপাদক কোম্পানিগুলোর তত্ত্বাবধানে ধ্বংস করে ফেলার নিয়ম থাকলেও সেই ওষুধ সংঘবদ্ধ চক্রের মাধ্যমে লেভেল পাল্টে আবার ক্রেতার হাতে চলে আসছে- এমন অভিযোগ ওপেন সিক্রেট। সম্প্রতি মাত্র দুই মাসে ৩৪ কোটি ৭ লাখ ৬৯ হাজার টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করেছে ওষুধ প্রশাসন অধিদফতর। একই সময়ে মেয়াদোত্তীর্ণ, নকল-ভেজাল ওষুধ সংরক্ষণের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ১ কোটি ৭৪ লাখ ৯৪ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়েছে। নকল ভেজাল ওষুধের দৌরাত্ম্য রোধে ওষুধ প্রশাসনের গাফিলতি থাকায় এ প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্নের সৃষ্টি হচ্ছে। চাপের মুখে কখনো কখনো তারা সক্রিয় হলেও কার্যত তাদের ভূমিকা কানে দিয়েছি তুলো আর পিঠে বেঁধেছি কুলোর মতো। চিকিৎসা মানুষের মৌলিক অধিকারের একটি। মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম লক্ষ্য ছিল দেশবাসীর মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করা। স্বাধীনতার পর স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাত বা চিকিৎসা খাতকে জনবান্ধব খাতে পরিণত করতে হলে মানসম্মত ওষুধের নিশ্চয়তা বিধান জরুরি।  ওষুধ মানুষের জীবন রক্ষায় অবদান রাখে। ওষুধ নকল ভেজাল হলে জীবন রক্ষার বদলে তা জীবনঘাতির কারণ হয়ে দাঁড়ায়।  এ বিপদ রোধে নকল ভেজাল ওষুধের সঙ্গে যারা জড়িত তাদের রুখতে মৃত্যুদন্ডের মতো শাস্তির কথাও ভাবতে হবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর