সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

হাদিসে রসুল

হজরত সালমান ফারেসি (রা.) থেকে বর্ণিত, রসুল (সা.) ঘোষণা করেন : ‘নামাজ যেন একটি দাঁড়িপাল্লা। যে লোক এ দাঁড়িপাল্লা পরিপূর্ণ করে মেপে দেবে, সে পুরস্কারও পরিপূর্ণরূপে লাভ করবে। আর যে কম করবে তবে তো জানাই আছে, আল্লাহপাক ওজনে কমকারীদের ব্যাপারে কী ঘোষণা দিয়েছেন। আল্লাহপাক বলেন : যারা মাপে কম করে, তাদের জন্য জাহান্নামের ‘ওয়ায়ল’ নামক কূপ নির্ধারিত।’ বস্তু বা জমির পরিমাপে কম করা হতে পারে, তেমনি নামাজেও কম করা হতে পারে। আল্লাহপাক তাদের জাহান্নামের ওয়ায়ল নামক কূপের কঠোর শাস্তি দেওয়ার সাবধান বাণী ঘোষণা করেছেন। ওয়ায়ল হলো জাহান্নামের তলদেশে এমন প্রখর তাপযুক্ত একটি কূপ, যার ভয়ঙ্কর উত্তাপ থেকে স্বয়ং জাহান্নামই আল্লাহর দরবারে পরিত্রাণ কামনা করে।  মুসনাদে আহমদ।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর