মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বঙ্গবন্ধু বিপিএল

ক্রিকেটের অগ্রযাত্রায় ভূমিকা রাখুক

বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের পর্দা উঠেছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে বহুল প্রত্যাশিত টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের উদ্বোধন করেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি ক্রিকেট জগতে এখন একটি নেতৃস্থানীয় নাম। বিপিএলে অংশ নেন বিশ্বসেরা ক্রিকেটাররা। এবারের টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ ভিন্ন মাহাত্ম্য পেয়েছে জাতির পিতা বঙ্গবন্ধুর নাম বুকে ধারণ করে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর প্রাক্কালে আয়োজিত টি-টোয়েন্টির প্রিমিয়ার লিগ আয়োজনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংগতভাবেই বিশেষ গুরুত্ব দিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানটি চোখ-ধাঁধানো জমকালো ও বর্ণিল করার জন্য পৃষ্ঠপোষকের ভূমিকা পালন করেছে দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। বিপিএলের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সোপান তৈরি করতে সমর্থ হয়েছে। বিশ্বসেরা ক্রিকেটাররা বিপিএলে অংশ নেওয়ায় বাংলাদেশি ক্রিকেটাররা তাদের পাশাপাশি খেলে নিজেদের মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি করতে সক্ষম হচ্ছেন। স্মর্তব্য, সাতটি দলের অংশগ্রহণে আগামীকাল ১১ ডিসেম্বর শুরু হবে এবারের ‘বঙ্গবন্ধু বিপিএল’। দলগুলো হচ্ছেÑ ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইগার্স, সিলেট থান্ডার, রংপুর রেঞ্জার্স, রাজশাহী রয়্যালস ও কুমিল্লা ওয়ারিয়রস। বিসিবি নিজের তত্ত্বাবধানে এবারের আসরের দলগুলো পরিচালনা করছে। আগামীকাল মিরপুরে চট্টগ্রাম ও সিলেট এবং সন্ধ্যায় কুমিল্লা ও রংপুর ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিপিএলের সপ্তম আসরের লড়াই। গত কয়েক বছরে বিপিএলে ঝড় তুলেছেন বিশ্বসেরা ক্রিকেটাররা। বাংলাদেশের তারকারাও কম যাননি। এ বছরের বিপিএল আরও প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে আশা করা হচ্ছে। এ ক্রিকেট আসরের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটাররা নিজেদের অবস্থান উন্নত করতে পারবেন- এমনটিই প্রত্যাশিত। বাংলাদেশ হাঁটি হাঁটি পা পা করে এখন ক্রিকেট বিশ্বে নিজেদের ঠাঁই করে নিতে পেরেছে। বাংলাদেশের ক্রিকেটারদের প্রশংসা শোনা যাচ্ছে ক্রিকেট আইকনদের মুখেও। ক্রিকেটকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সরকারের পাশাপাশি দেশের শিল্পগোষ্ঠীগুলোও ভূমিকা রাখছে; যা অবশ্যই প্রশংসার দাবিদার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর