শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

মানব উন্নয়নে অগ্রগতি

এখনো পেছনের কাতারে বাংলাদেশ

মানব উন্নয়নে বাংলাদেশ একধাপ এগিয়ে এখন বিশ্ব পরিসরে ১৩৫তম স্থানে উন্নীত হয়েছে। জনসংখ্যায় বাংলাদেশ বিশ্বের ৭ম দেশ। কিন্তু মানব উন্নয়ন সূচকে এখনো পেছনের কাতারে। এ বছর জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক মানব উন্নয়ন সূচকে আগের বছরের ১৩৬তম স্থান থেকে একধাপ এগিয়ে ১৩৫তম স্থান অর্জন করেছে বাংলাদেশ। ১৮৯টি দেশ নিয়ে এ সূচক তৈরি করা হয়েছে। ২০১৮ সালের তথ্যের ভিত্তিতে তৈরি এ প্রতিবেদন বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রকাশ করা হয়। এতে বলা হয়Ñ গড় আয়ু, মাথাপিছু আয়সহ বিভিন্ন আর্থ-সামাজিক ক্ষেত্রে অগ্রগতির ফলে বাংলাদেশ একধাপ এগিয়েছে। বিভিন্ন দেশের মানুষের জীবনযাত্রার অগ্রগতি তুলে ধরতে জনস্বাস্থ্য, শিক্ষা ও আয়ের তথ্য বিশ্লেষণ করে ইউএনডিপির মানব উন্নয়ন সূচক তৈরি করা হয়। ১৮৯টি দেশ ও অঞ্চল নিয়ে তৈরি করা এ সূচকে শীর্ষে রয়েছে নরওয়ে, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড ও জার্মানি। অপরদিকে, সূচকের একেবারে নিচের দিকে রয়েছে নাইজার, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, দক্ষিণ সুদান, চাদ ও বুরুন্ডি। ইউএনডিপির সমীক্ষা অনুযায়ী তাদের তালিকাভুক্ত ১৮৯টি দেশের মধ্যে ৫৯টি দেশ উচ্চ মানব উন্নয়ন গ্রুপে আর নিম্ন গ্রুপে রয়েছে ৩৮টি। বাংলাদেশের অবস্থানে উচ্চ ও নিম্ন গ্রুপের মাঝ বরাবর। এক বছরে বাংলাদেশ মানব উন্নয়ন সূচকে একধাপ এগিয়েছে এটি নিঃসন্দেহে ইতিবাচক দিক। তবে এতে সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই। বাংলাদেশ এ ক্ষেত্রে ১৩৪টি দেশের পেছনে এটি কোনো বিবেচনায় গর্ব করার মতো তথ্য নয়। এ লজ্জা কাটিয়ে উঠতে সরকারকে তৎপর হতে হবে। এ উদ্দেশ্যে শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে সরকার যে বরাদ্দ দিচ্ছে তার সুফল যাতে যথাযথভাবে পাওয়া যায় তা নিশ্চিত করতে হবে। মানব উন্নয়নে যেসব জাতি সামনের কাতারে রয়েছে তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে নিজেদের অবস্থান উন্নত করার বিষয়টিও খুবই জরুরি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর