রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ব্রিটিশ নির্বাচনে চমক

চার এমপি বাংলাদেশি বংশোদ্ভূত

যুক্তরাজ্যের নির্বাচনে বরিস জনসনের নেতৃত্বে কনজারভেটিভ পার্টি বিপুলভাবে জয়ী হয়েছে। বড় ধরনের পরাজয়বরণ করেছে ঐতিহ্যবাহী লেবার পার্টি। বাংলাদেশের মানুষের জন্য লেবার পার্টির পরাজয় মনস্তাত্ত্বিকভাবে দুঃখের হলেও চার বাংলাদেশি বংশোদ্ভূত নারীর পার্লামেন্ট মেম্বার হিসেবে বিপুল ভোটে জয়ী হয়ে আসা একই সঙ্গে নিয়ে এসেছে সুখের খবর। আগের পার্লামেন্টে যে তিন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি ছিলেন তারা এবারও বড় ব্যবধানে জিতেছেন। রুশনারা আলী জিতেছেন চতুর্থবারের মতো। বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক এবং রূপা হক তৃতীয়বারের মতো জিতেছেন। এ ছাড়া এবারই প্রথম এমপি নির্বাচিত হয়ে ইতিহাসে জায়গা করে নিয়েছেন আরেক বাঙালি কন্যা আফসানা বেগম। মনোনয়ন লড়াইয়ে সবাইকে চমকে দিয়ে নির্বাচনের টিকিট পেয়েছিলেন তিনি। তার জয়ের মধ্য দিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত এমপির সংখ্যা বেড়ে হলো চার। নির্ধারিত সময়ের তিন বছর আগেই যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো। ব্রেক্সিটের ভাগ্য নির্ধারণের এই ভোটযুদ্ধে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে চমক দেখিয়েছে। লেবার পার্টি অর্ধশতাধিক আসনে হারলেও যে চারটি আসনে বাংলাদেশি বংশোদ্ভূতরা লড়েছেন, সেখানে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীরা তাদের অর্ধেক ভোটও পাননি। টানা তৃতীয়বারের মতো নির্বাচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক তার প্রতিদ্বন্দ্বী জনি লুককে ১৪ হাজারের বেশি ভোটের ব্যবধানে হারিয়েছেন। তিনবারের এমপি সিলেটের মেয়ে রুশনারা আলীও বিজয়ী হয়েছেন সাত গুণের চেয়ে বেশি ভোটের ব্যবধানে। পশ্চিম লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে আরেক বাঙালি কন্যা রূপা হক টানা তৃতীয়বারের মতো জয় পেয়েছেন। ব্রিটিশরা একসময় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া উপমহাদেশের আটটি দেশের মধ্যে সাতটি শাসন করেছে। সে সময় ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের গভর্নর জেনারেল পদে যিনি আসীন হতেন তার মর্যাদা ছিল যে কোনো ব্রিটিশ এমপির নিচে। কালের ব্যবধানে এখন বাংলাদেশি বংশোদ্ভূত চার এমপি ব্রিটিশ পার্লামেন্টকে আলোকিত করছেন। লেবার পার্টির দুর্দিনেও তারা বিশালভাবে জয়ী হয়ে শুধু তাদের দল নয়, বাবা-মায়ের দেশ বাংলাদেশের মানুষকেও গৌরবান্বিত করেছেন। বাংলাদেশি বংশোদ্ভূত চার ব্রিটিশ এমপিকে আমাদের অভিনন্দন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর