সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

অবৈধ অস্ত্র আসছে

শান্তি-শৃঙ্খলার জন্য হুমকি

গোপন পথে প্রতিবেশী দুই দেশ থেকে অবৈধ অস্ত্র চোরাচালান হয়ে আসার ঘটনা দেশের আইনশৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, সিলেটের গোয়াইনঘাটের বিছানাকান্দি, যশোরের বেনাপোলসহ বিভিন্ন সীমান্ত ডিঙিয়ে অবৈধ অস্ত্র আসছে। বেনাপোল সীমান্তবর্তী ইছামতী নদী অবৈধ অস্ত্র পাচারের ট্রানজিট পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। ওপারের অস্ত্র কারবারিরা নদীতে স্লান করতে নেমে প্লাস্টিকের ব্যাগে ভরে অস্ত্রের চালান ভাসিয়ে দেয়। ভাসতে ভাসতে সেই অস্ত্রের চালান প্রবেশ করে বাংলাদেশের নদীর অংশে। এপারের ব্যবসায়ীরা একইভাবে গোসল করতে নেমে সেই চালান নদী থেকে তুলে নেয়। অবৈধ এসব অস্ত্র ছড়িয়ে পড়ে সারা দেশে।

সিলেটের বিছানাকন্দি সীমান্ত হাট বা ইছামতী নদী শুধু নয়, অস্ত্র কারবারিরা নতুন রুট তৈরি করে নিরাপদেই অস্ত্র নিয়ে আসছে ভারত থেকে। আর এসব অস্ত্র সারা দেশের অপরাধীদের কাছে ছড়িয়ে পড়ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ-ভারত সীমান্তের চিহ্নিত ১০টি পয়েন্ট দিয়ে অস্ত্র পাচার হয়ে আসছে। নজরদারির কারণে অস্ত্র ব্যবসায়ীরা তাদের রুট পাল্টে নিত্যনতুন কৌশলে অস্ত্র নিয়ে আসছে। গত ৫ সেপ্টেম্বর রাজধানীর সায়েদাবাদে তিন অস্ত্র চোরাকারবারিকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এর কদিন আগে রাজধানীর মিরপুরে টেকনিক্যাল মোড়ে এক অস্ত্র ব্যবসায়ীকে চারটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ  গ্রেফতার করা হয়। গত ১ জুলাই রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে সিটিটিসি ইউনিট দুজন অস্ত্র চোরাচালানিকে একটি একে-২২ রাইফেলসহ গ্রেফতার করে। ১৯ জুলাই রাজধানীর গেন্ডারিয়ায় চারটি বিদেশি পিস্তল, দুটি বিদেশি রিভলবার, সাতটি ম্যাগাজিন ও ১২৮টি গুলিসহ গ্রেফতার করা হয় এক শীর্ষ মাদকসহ তিনজনকে। তাদের তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় বেশ কয়েকজন অস্ত্রধারীকে। যার মধ্যে একে-২২সহ অন্যান্য অস্ত্র রয়েছে। ভারতের পাশাপাশি মিয়ানমার থেকেও বাংলাদেশে সমুদ্রপথে ও স্থলপথে অস্ত্র আসছে। দেশের শান্তিশৃঙ্খলার জন্য অবৈধ পথে আসা অস্ত্র হুমকি সৃষ্টি করছে। রাজনৈতিক স্থিতিশীলতার জন্যও চোরাচালানের মাধ্যমে আসা অবৈধ অস্ত্র বিসংবাদ সৃষ্টি করতে পারে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর মনোভাব বাঞ্ছনীয়।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর