সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে

শাহ মাহমুদ হাসান

শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে

দেশের সর্বস্তরের বিত্তবান ব্যক্তিদের উচিত এ শীতের মৌসুমে গরিব, অসহায়, দুঃখী মানুষকে সামর্থ্য অনুযায়ী শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করা। আল্লাহ আমাদের এ পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। শুধু নামাজ, রোজা, হজ ও জাকাত ইবাদত নয়, বরং দুর্গত ও বিপন্ন মানুষকে সাহায্য-সহযোগিতা করা, খাদ্য, বস্ত্র, চিকিৎসা সামগ্রী দিয়ে সহায়তা করে মানব সেবায় নিয়োজিত থাকাও আল্লাহর ইবাদত বলে স্বীকৃত। এ সম্পর্কে আল্লাহর ইরশাদ, ‘সৎকর্ম শুধু এই নয় যে, পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ করবে, বরং বড় সৎকাজ হলো এই যে, ইমান আনবে আল্লাহর ওপর কিয়ামত দিবসের ওপর, ফেরেশতাদের ওপর এবং সমস্ত নবী-রসুলের ওপর, আর স¤পদ ব্যয় করবে তাঁরই মহব্বতে আত্মীয়স্বজন, এতিম-মিসকিন, মুসাফির-ভিক্ষুক ও মুক্তিকামী ক্রীতদাসদের জন্য। আর যারা নামাজ প্রতিষ্ঠা করে, জাকাত দান করে এবং যারা কৃত প্রতিজ্ঞা সম্পাদনকারী এবং অভাবে, রোগে-শোকে ও যুদ্ধের সময় ধৈর্য ধারণকারী তারাই হলো সত্যাশ্রয়ী আর তারাই পরহেজগার। সূরা বাকারা, আয়াত ১৭৭। জাতি-ধর্ম-বর্ণ দলমত-নির্বিশেষে বিত্তবানদের শীতার্ত ও বস্ত্রহীন মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এ কাজের জন্য রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালীন পুরস্কারের ঘোষণা দিয়ে বলেছেন, ‘এক মুসলমান অন্য মুসলমানকে বস্ত্র দান করলে আল্লাহ তাকে জান্নাতের পোশাক দান করবেন। ক্ষুধার্ত অবস্থায় খাদ্য দান করলে আল্লাহ তাকে জান্নাতের সুস্বাদু ফল দান করবেন। কোনো মুসলমানকে তৃষ্ণার্ত অবস্থায় পানি পান করালে আল্লাহ তাকে জান্নাতের সিলমোহরকৃত পাত্র থেকে পবিত্র পানি পান করাবেন। আবু দাউদ। ইসলাম অভাবী, নিঃস্ব, ও দুর্দশাগ্রস্ত মানুষের বিপন্ন অবস্থা থেকে উদ্ধার করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে এবং তাদের ক্ষুধা, তৃষ্ণা, কষ্ট দূর করতে নির্দেশ দিয়েছে। মানুষকে সাহায্য সহযোগিতার আহ্বান জানিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি কোনো মুমিনের পার্থিব একটি মুসিবত দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার মুসিবতগুলো দূর করে দেবেন। আর যে ব্যক্তি কোনো অভাবী মানুষকে সচ্ছল করে দিবে, আল্লাহ তাকে ইহকাল ও পরকালে সচ্ছল করে দিবেন এবং আল্লাহ বান্দার সাহায্য করবেন যদি বান্দা তার ভাইয়ের সাহায্য করে।’ মুসলিম। সুতরাং শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘব করতে পাশে দাঁড়ানো সব বিত্তবান ও ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় ও মানবিক কর্তব্য।

লেখক : ইসলামী গবেষক।

সর্বশেষ খবর