মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

মুক্তিযুদ্ধ একটি পবিত্র সত্তা

ডাকসুতে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন

ডাকসু ভিপি নুরুল হক নূর ও তার সংগঠন সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতাদের ওপর রবিবার আবারও বর্বর ও পৈশাচিক হামলা চালিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগ নামধারীরা। ডাকসু ভবনে ভিপির কক্ষে সন্ত্রাসীদের ওই হামলায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। হামলাকারীরা তুহিন ফারাবী ও এ টি এম সোহেল নামের দুজনকে ডাকসু ভবনের ছাদ থেকে নিচে ফেলে দেয়। এর মধ্যে তুহিন ফারাবীর অবস্থা সংকটাপন্ন। মুক্তিযুদ্ধ একটি পবিত্র সত্তা। শুচিশুভ্র ও পবিত্রতার অনুষঙ্গ হিসেবে বিবেচিত হয় এ শব্দটি। দুর্ভাগ্যজনক হলেও সত্য, মুক্তিযুদ্ধের ভাবমূর্তি কলুষিত করার জন্য সন্ত্রাসী ও সমাজবিরোধীরাও মুক্তিযুদ্ধ শব্দটি ব্যবহার করছে ঢালাওভাবে। মুক্তিযুদ্ধ মঞ্চের নামে দেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘটিত সন্ত্রাসী কর্মকা- তারই নজির। মুক্তিযুদ্ধের প্রতি যাদের ন্যূনতম শ্রদ্ধাবোধ রয়েছে তাদের পক্ষে এ ধরনের বর্বর ও পৈশাচিক কর্মকান্ডে জড়িত থাকা সম্ভব নয়। হামলায় যে ছাত্র সংগঠনটির ইতিহাসকে বাংলাদেশের ইতিহাস বলে অভিহিত করা হয় সেই সংগঠনের নামধারীদের অংশগ্রহণও সমানভাবে অপ্রত্যাশিত। আমরা ডাকসুর ভিপি ও তাঁর সংগঠনের কর্মীদের ওপর বর্বর ও পৈশাচিক হামলার পেছনে যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহিষ্কারসহ অন্যান্য কঠোর পদক্ষেপ নেবেন- এমনটিই দেখতে চাই। পাশাপাশি পুলিশ হামলাকারীদের আইনের আওতায় আনার চেষ্টা করবে- এমনটিও প্রত্যাশিত। হামলার খবর শুনে প্রধানমন্ত্রীর নির্দেশে প্রেসিডিয়ামের একজন সদস্যের নেতৃত্বে আওয়ামী লীগ নেতারা আহতদের দেখতে যান এবং এ ঘটনাকে বর্বর ও পৈশাচিক বলে অভিহিত করেছেন। আমরা আশা করব, এ বর্বরতা ও পৈশাচিকতার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে সরকার সবকিছু করবে। বিশেষত মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করতে যে দুর্বিনীতরা সন্ত্রাসী কর্মকান্ড চালাতে মুক্তিযুদ্ধের নামাবলি গায়ে লাগিয়েছে, সেই নব্য রাজাকারদের আসল পরিচয় উন্মোচনের চেষ্টা করা হবে- আমরা এমনটিই দেখতে চাই।

সর্বশেষ খবর