বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

এক অঙ্কের সুদে ব্যাংক ঋণ

বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি হবে

ব্যাংক ঋণের সুদ এক অঙ্কে নামিয়ে আনার বিষয়টি শেষ পর্যন্ত বাস্তবে পরিণত হতে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিল্পঋণের সুদ আগামী ১ জানুয়ারি থেকে এক অঙ্কে নামিয়ে আনা হবে। মঙ্গলবার অনুষ্ঠিত দুই ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকে শিল্পঋণের সুদহার এক অঙ্কে নামিয়ে আনাসহ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, ঋণের সুদহার ৯ শতাংশের মধ্যে বা সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে প্রধানমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও তা এযাবৎ বাস্তবায়ন করেননি বেসরকারি ব্যাংকগুলোর মালিকরা। এ বিষয়ে প্রধানমন্ত্রী সাতবার এবং বর্তমান ও সাবেক অর্থমন্ত্রী এগারোবার নির্দেশনা দিলেও ব্যাংকগুলোর শুভবুদ্ধির উদয় হয়নি। সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের দাবির পরিপ্রেক্ষিতে গত দেড় বছরে সরকার ও বাংলাদেশ ব্যাংক দফায় দফায় ব্যাংকগুলোকে নয়টি সুবিধা দিয়েছে। কিন্তু সরকারি ব্যাংক ও কয়েকটি বেসরকারি ব্যাংক ছাড়া বাকিগুলো ঋণের সুদহার এক অঙ্কে নামায়নি। সুদহার এক অঙ্কে না এলেও নয়টি সুবিধার চারটিতেই ব্যাংকগুলো প্রায় ২৫ হাজার ৫০০ কোটি টাকা পেয়েছে। এ ছাড়া বেসরকারি ব্যাংকগুলোয় সরকারি তহবিল জমার হার বৃদ্ধি, পরিচালক পদে অধিষ্ঠিত থাকার মেয়াদ ও একক পরিবারের সদস্যসংখ্যা বৃদ্ধি, ২ শতাংশ ডাউন পেমেন্টে ১০ বছর মেয়াদে পুনঃ তফসিল এবং ঋণ শ্রেণিকরণ নীতিমালা শিথিলকরণ সুবিধা দেওয়া হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সভাপতিত্বে বিশেষ পর্ষদের সভায় ১ জানুয়ারি থেকে শিল্পঋণের ক্ষেত্রে সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে অচিরেই সার্কুলারও জারি করা হবে। দেশের সব ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নির্দেশ মানতে বাধ্য। আশা করা হচ্ছে, সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার যে সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক নিয়েছে তা অন্তত এবার বাস্তবায়ন হবে। শিল্পঋণের সুদহার এক অঙ্কে নামিয়ে আনা হলে দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি হবে। শিল্প স্থাপনে বেসরকারি উদ্যোক্তারা জোরেশোরে এগিয়ে আসবেন। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ঋণ খেলাপের সম্ভাবনা তাতে কমবে বলেও আশা করা হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর