শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
মুক্তিযুদ্ধ

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ছিলেন পূর্ব পাকিস্তান রাইফেলসের ল্যান্স নায়েক। শহীদ মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ শেখ নড়াইলের মহিষখালী গ্রামে ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। শৈশবে পিতৃমাতৃহীন অবস্থায় আর্থিক সংকটের ফলে তিনি পৈতৃক জমিজমা বিক্রি করে ফেলেন। পরে  স্থানীয় আনসার বাহিনীতে যোগ দেন। ১৯৫৯ সালের ১৪ মার্চ তিনি পূর্ব পাকিস্তান রাইফেলসে যোগ দেন। প্রশিক্ষণ শেষে তার পোস্টিং হয় দিনাজপুর সেক্টরে। ’৬৫ সালে পাক-ভারত যুদ্ধে তিনি দিনাজপুর সেক্টরে আহত হন। যুদ্ধে তার বীরত্বের স্বীকৃতিস্বরূপ সরকার তাকে ‘তমঘা-ই-জং’ ও ‘সিতারা-ই-হরব’ খেতাবে ভূষিত করে। ’৭০-এর আগস্টে তিনি যশোর সেক্টর হেডকোয়ার্টারে বদলি হন। ’৭১-এর মার্চে গ্রামের বাড়ি ছুটি কাটাতে এসে নূর মোহাম্মদ মুক্তিবাহিনীতে যোগ দেন। মুক্তিযুদ্ধে তিনি যশোর ৮ নম্বর সেক্টরে যুদ্ধরত ছিলেন। একটি স্থায়ী টহলদলের নেতৃত্বে দায়িত্ব পালনকালে ৫ সেপ্টেম্বর পাকসেনারা মুক্তিবাহিনীর প্রতিরক্ষা ঘাঁটির তিন দিকে অবস্থান নেয় এবং অতর্কিতে টহলদলটি ঘিরে ফেলে। নূর মোহাম্মদের নেতৃত্বে টহলদলটি পাকসেনাদের আক্রমণ প্রতিহত করে। এ যুদ্ধে তিনি শহীদ হন। সহযোদ্ধারা তাঁর মৃতদেহ উদ্ধার করে সীমান্তবর্তী কাশীপুরে সমাহিত করেন। মুক্তিযুদ্ধে তাঁর বীরত্ব ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করে।

সর্বশেষ খবর