সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

শাহজালালের থার্ড টার্মিনাল

প্রকল্প বাস্তবায়ন হোক যথাসময়ে

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণ কাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেনÑ চার বছরেই প্রকল্পের কাজ শেষ হবে। এটি নির্মাণ হলে দেশের প্রধান বিমানবন্দরের যাত্রী পরিবহনের পরিসর বৃদ্ধি পাবে। শাহজালালের তৃতীয় টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি সময়োপযোগী পদক্ষেপ। এর ফলে ক্রমবর্ধমান চাহিদা পূরণের সক্ষমতা অর্জন করবে এই বিমানবন্দর। সিভিল এভিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, একটি উন্নতমানের বিমানবন্দর নিয়ে সাধারণ মানুষের যে কৌতূহল থার্ড টার্মিনাল তা মেটাবে। বিশ্বের সেরা বিমানবন্দরগুলোর মতো এখানে অত্যাধুনিক সরঞ্জাম বসানো হবে। টার্মিনাল ভবনটি হবে ডিজিটালাইজড, যাতে থাকবে গোটা বিমানবন্দরের যে কোনো যান্ত্রিক ত্রুটি নির্ণয়ের সংকেত। শুধু থার্ড টার্মিনাল দিয়েই বছরে কমপক্ষে ১ কোটি ২০ লাখ যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে। সেই সঙ্গে বর্তমান টার্মিনালের ৮০ লাখ যাত্রী সেবার ক্ষমতা যোগ হলে বছরে সেবা দেওয়া যাবে ২ কোটি যাত্রীকে। দৃষ্টিনন্দন বলতে যা বুঝায় তেমনই স্থাপত্য রীতিতে তৈরি হয়েছে এর নকশা ও ডিজাইন। প্রায় সাড়ে তিনশ একর জমির ওপর নির্মাণ করা হচ্ছে থার্ড টার্মিনালের গোটা প্রকল্প। এখানে থাকবে কেবিন এক্স-রে মেশিন ৪০টি, বোর্ডিং ব্রিজ ১২টি, কনভেয়ার বেল্ট ১৬টি, বডি স্ক্যানার ১১টি, টানেলসহ বহুতলবিশিষ্ট কার পার্কিং ৫৪ হাজার বর্গমিটার, নতুন ইমপোর্ট কার্গো কমপ্লেক্স এবং নতুন এক্সপোর্ট কার্গো কমপ্লেক্স হবে ৬৩ হাজার বর্গমিটার, রেসকিউ ও ফায়ার ফাইটিং স্টেশন এবং ইক্যুইপমেন্টের জন্য থাকবে ৪ হাজার বর্গমিটার। অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতেও বিশ্বমানের কথা মনে রাখা হয়েছে। বিমানবন্দরে বিশ্বমানের সেবা নিশ্চিত হলে বিদেশিরা বাংলাদেশ ভ্রমণে স্বস্তি পাবেন। প্রধানমন্ত্রী থার্ড টার্মিনালের উদ্বোধনকালে নির্ধারিত সময় অর্থাৎ চার বছরের মধ্যে এর নির্মাণ কাজ শেষ করার যে তাগিদ দিয়েছেন তা খুবই তাৎপর্যপূর্ণ এবং প্রাসঙ্গিক। সময়মতো প্রকল্পের বাস্তবায়ন না হওয়া ছোট বড় প্রায় সব প্রকল্পের অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে মানুষ যেমন ভোগান্তির শিকার হয়, তেমন বৃদ্ধি পায় প্রকল্প ব্যয়। থার্ড টার্মিনালের ক্ষেত্রে সে বিড়ম্বনার যাতে প্রাদুর্ভাব না ঘটে সে ব্যাপারে প্রকল্প সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।

সর্বশেষ খবর