বুধবার, ১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

স্বাগত ২০২০

শুদ্ধ চেতনায় আত্মস্থ হোক জাতি

শুভ নববর্ষ। ২০২০ সালের প্রথম দিন আজ। নববর্ষ উদ্যাপন মানব সভ্যতার অনুষঙ্গ। নববর্ষ প্রতিটি মানুষের জীবনে বিশেষ তাৎপর্যের দাবিদার। নতুন বছরে পা দিয়ে মানুষ শপথ নেয় আগত দিনগুলোকে সুন্দরভাবে সাজানোর; বিদায়ী বছরের যা কিছু ভুলত্রুটি, যা কিছু গ্লানিময় পরিহার করার। শুধু ব্যক্তিজীবন নয়, জাতীয়ভাবেও নতুন বছরটি ইতিবাচক হয়ে দেখা দেবে- এমনটিই আশা করা হয়। বাংলাদেশের জন্য বিদায়ী বছরটি ছিল সাফল্য-ব্যর্থতায় ভরা একটি বছর। বিদায়ী বছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেলেও জনশক্তি রপ্তানিতে নেতিবাচক প্রভাব উদ্বেগজনক ঘটনা। রোহিঙ্গা সমস্যার পাশাপাশি ভারতের নতুন নাগরিকত্ব আইনও জনমনে উৎকণ্ঠা সৃষ্টি করেছে। রাজনৈতিক স্থিতিশীলতার এ বছরটি ছিল অর্থনৈতিক দিক থেকে সফল বছর। উন্নয়নের সোপানে আরও এক ধাপ অগ্রগতির সাফল্যও অর্জিত হয়েছে বিদায়ী বছরে। ইতিহাসের বিবেচনায় বাঙালি এক প্রাচীন জাতি। গাঙ্গেয় ব-দ্বীপের অধিবাসীদের রয়েছে ৫ হাজার বছরের ঐতিহ্য। আমাদের আধুনিক ইতিহাসও অহংকার করার মতো। জাতিগতভাবে বাঙালিরা যে সচেতন এবং আত্মমর্যাদাসম্পন্ন তা ফুটে উঠেছে ভাষা ও স্বাধীনতার জন্য এ জাতির আত্মত্যাগের ইতিহাসে। প্রকৃতি উদারভাবে আমাদের দান করেছে উর্বর মাটি। এ মাটিতে বীজ বুনলেই সহজে ভরে যায় ফসলের মাঠ। এ দেশের নদ-নদী, খাল-বিল, হাওর-বাঁওড় যতœ পেলে সোনার খনিতে রূপান্তরিত হয়। মানবসম্পদে সমৃদ্ধ এ দেশকে দরিদ্র বলার অবকাশ নেই। বাংলাদেশের মানুষ প্রতিকূল অবস্থাকে জয় করার সাহসও রাখে। প্রকৃতি আমাদের সেভাবেই সৃষ্টি করেছে। আমাদের রয়েছে পরিশ্রমী মানুষ। ঐক্যবদ্ধভাবে প্রয়াস চালালে এ জাতিকে সমৃদ্ধ বিশ্বের কাতারে নিয়ে যাওয়া কঠিন কিছু নয়। তবে এজন্য দরকার জাতীয় ঐক্য। দরকার হীনমন্যতাকে ঝেড়ে ফেলে শিরদাঁড়া সোজা করা। দরকার পারস্পরিক সহনশীল পরিবেশ। এজন্য শুদ্ধ গণতান্ত্রিক চেতনায় আত্মস্থ হতে হবে। আসছে ৩০ জানুয়ারি রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশনের যে নির্বাচন হতে যাচ্ছে, তাতে সব দলের অংশগ্রহণের সিদ্ধান্ত একটি আশাজাগানিয়া ঘটনা। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে এ নির্বাচন যাতে হয় সে ব্যাপারে নির্বাচন কমিশনকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। দেশে গণতন্ত্রচর্চা ও বহুমতের সহাবস্থান নিশ্চিত করতে হবে। গড়ে তুলতে হবে সুদৃঢ় ঐক্য। গ্রেগরিয়ান নববর্ষে দেশ ও বিশ্ববাসীকে আমাদের শুভেচ্ছা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর