শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ঢাকা বাণিজ্য মেলা

রপ্তানি বহুমুখীকরণ সময়ের দাবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশীয় পণ্যের রপ্তানি বাড়াতে অর্থনৈতিক কূটনীতির ওপর জোর দিয়েছেন। বলেছেন প্রতিবেশী দেশগুলোতেও দেশের বাজার সৃষ্টি করতে হবে। বুধবার বছরের প্রথম দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে সময়ের চাহিদা পূরণের তাগিদই দেওয়া হয়েছে। স্বাধীনতার পর গত চার যুগে দেশের রপ্তানি বাণিজ্যের পরিসর কয়েক শ গুণ বৃদ্ধি পেয়েছে। তার পরও রপ্তানি বাণিজ্যের সবচেয়ে সীমাবদ্ধতা হলো নির্দিষ্ট কয়েকটি পণ্যের ওপর নির্ভরতা। স্বাধীনতার আগে যে দেশের মানুষ বিদেশি পুরনো পোশাকের ওপর অনেকাংশে নির্ভরশীল ছিল সেই বাংলাদেশ কালের বিবর্তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। এটি যেমন গর্বের তেমন এক পণ্যমুখী রপ্তানি আয় দেশের অর্থনীতির জন্য ঝুঁকি বলেও বিবেচিত হচ্ছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্যে ভারসাম্য বাংলাদেশের বিপক্ষে চলে যাচ্ছে সেসব দেশে রপ্তানি করার মতো পণ্যের অভাবে। রপ্তানি বহুমুখীকরণের উদ্যোগ নিলে নিজেদের চাহিদা পূরণের পর প্রতিবেশী দেশগুলোতেও রপ্তানির সুযোগ বাড়বে। অন্যান্য দেশেও বাংলাদেশের বাজার সম্প্রসারণ হবে। ফুলে ফেঁপে উঠবে বাংলাদেশের অর্থনীতি। উল্লেখ্য, রাজধানীর শেরেবাংলানগর প্রাঙ্গণে ১ জানুয়ারি শুরু হওয়া বাণিজ্য মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। দেশি ও বিদেশি সব ক্রেতা-দর্শনার্থীর জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত মেলাপ্রাঙ্গণ থাকবে উন্মুক্ত। এবারের মেলায় বাংলাদেশি বিপুলসংখ্যক প্রতিষ্ঠানসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, অস্ট্রেলিয়া, জার্মানি, চীন, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, পাকিস্তান, ব্রুনাইসহ ২১টি দেশের বিভিন্ন কোম্পানি অংশ নিচ্ছে। মেলায় প্রবেশ টিকিটের দাম ৪০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। মেলায় ৪৮৩টি স্টল ও প্যাভিলিয়নে দেশ ও বিদেশের পণ্য বেচাকেনা হবে। এসবের মধ্যে ১১২টি প্যাভিলিয়ন, ১২৮টি মিনি প্যাভিলিয়ন ও ২৪৩টি স্টল আছে। বাণিজ্য মেলার মাধ্যমে দেশীয় ক্রেতারা বিদেশি পণ্য কেনাকাটাসহ স্পষ্ট ধারণা নিতে পারবেন। পাশাপাশি বিদেশি ক্রেতারা বাংলাদেশি পণ্য সম্পর্কে লাভ করবেন সম্যক ধারণা; যা আমদানি-রপ্তানি বাণিজ্যে সুফল হয়ে দেখা দেবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর