রবিবার, ৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ইরানি জেনারেলকে হত্যা

ট্রাম্পের দম্ভ বিশ্বশান্তির জন্য হুমকি

ইরানের ইসলামী রেভ্যুলুশনারি গার্ডের কুদস ফোর্সের অধিনায়ক জেনারেল কাসেম সোলাইমানি মার্কিন বিমান হামলায় নিহত হয়েছেন। ইরাক সফরকালে শুক্রবার বাগদাদ বিমানবন্দরে জেনারেল সোলাইমানি ও তাঁর সহযোগীদের বহনকারী দুটি গাড়িতে মার্কিন হেলিকপ্টার থেকে রকেট হামলা চালানো হলে ইরানের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে পরিচিত এই কমান্ডারসহ আটজন নিহত হন। গত মে মাসে ইরানের সঙ্গে পারমাণবিক প্রকল্পসংক্রান্ত সমঝোতা চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে আসার পর দুই দেশের সম্পর্কে উত্তেজনার সৃষ্টি হয়। ইরানের একজন শীর্ষ সামরিক কমান্ডারকে বিদেশ সফরকালে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে হত্যা করার ঘটনায় দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থা সৃষ্টি হলো। সোলাইমানি হত্যার পর বিশ্বব্যাপী তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। ঘটনার পরপরই শুক্রবার বিশ্ববাজারে তেলের দর চার শতাংশ বেড়ে যায়। আশঙ্কা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার কারণে বিশ্ববাজারে তেল সরবরাহ ব্যাহত হবে। কুদস ফোর্সের প্রধান জেনারেল সোলাইমানি ইরানের ‘দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি’ হিসেবে গণ্য ছিলেন। তাঁর মৃত্যুতে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন শুরু হয়েছে। সোলাইমানি হত্যার পর ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির প্রবীণ নেতা জো বাইডেন বলেছেন, ট্রাম্প যা করেছেন তা জ্বলন্ত কূপে ডিনামাইট ছুড়ে দেওয়ার শামিল। মার্কিন গোয়েন্দা সংস্থার সাবেক পরিচালক জেমস ক্ল্যাপার আশঙ্কা প্রকাশ করছেন এ পদক্ষেপ নেওয়ার ফলে ওই অঞ্চলে থাকা আমেরিকানরা হুমকির মুখে পড়বেন। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যানসি পেলোসিসহ ডেমোক্র্যাটিক নেতারা এরই মধ্যে এক বিবৃতিতে এ হামলার নিন্দা জানিয়েছেন। জেনারেল সোলাইমানির হত্যাকান্ডে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, এ হত্যার কঠোর প্রতিশোধ নেওয়া হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু উত্তেজনাকর পরিস্থিতিতে গ্রিস সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন। ইরানি জেনারেলের মৃত্যুতে সবচেয়ে খুশি হওয়ার কথা আইএস জঙ্গিদের। ইসরায়েল, সৌদি আরব ও আইএস জঙ্গিরা সোলাইমানিকে নিজেদের সরাসরি প্রতিপক্ষ ভাবত। ইরানি জেনারেলের ওপর অযৌক্তিক হামলার মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প যে দম্ভের প্রকাশ ঘটিয়েছেন তা বিশ্বশান্তির জন্য উদ্বেগজনক।

আমরা এ হামলার নিন্দা জানাই- জানাই ধিক্কার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর