শিরোনাম
মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন

দেশের ফুটবলের পুনরুত্থান ঘটুক

ফেডারেশন কাপের নতুন রাজা বসুন্ধরা কিংস। চমক সৃষ্টি করে ফাইনালে আসা রহমতগঞ্জ মুসলিম স্পোর্টিংসকে তারা ২-১ গোলে হারিয়ে জিতেছে ফেডারেশন কাপ ফুটবলের শিরোপা। গত বছর যোগ্যতর দল হিসেবে বসুন্ধরা কিংস ফাইনালে উঠলেও আবাহনীর কাছে হেরে বঞ্চিত হয় শিরোপা থেকে। এবার স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোনের হাতে গড়ে ওঠা দল বসুন্ধরা কিংস ফাইনালে জিতেছে ঝড়ো গতির ফুটবল খেলে। চমক সৃষ্টি করে ফাইনালে আসা রহমতগঞ্জ শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও বসুন্ধরা কিংসের গতি ও কৌশলের কাছে হার মানতে বাধ্য হয়। রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই সাঁড়াশি আক্রমণ চালায় বসুন্ধরা কিংস। আক্রমণের পর আক্রমণে রহমতগঞ্জের ডিফেন্স লাইনের ফাঁকফোকর স্পষ্ট হয়ে পড়লেও গোলের দেখা মিলছিল না। বিপরীতে ম্যাচের ১৫ মিনিটে দারুণ এক আক্রমণ করে কিংসের জন্য বিপদ সৃষ্টি করতে সমর্থ হয় রহমতগঞ্জ। বাঁ প্রান্ত দিয়ে কাউন্টার অ্যাটাক করে তারা। তুরায়েভের পাসে বল পেয়ে কয়েক গজ দূর থেকে শট নিয়েছিলেন সোহেল মিয়া। তবে আনিসুর রহমান জিকোর তৎপরতায় এ যাত্রা বেঁচে যায়। আবারও ঝুঁকি দেখা দেয় বসুন্ধরা কিংসের সীমানায়। তুরায়েভ একটা সহজ শট নেওয়ার সুযোগ পেলেও এবারও ব্যর্থ হয় রহমতগঞ্জ। ম্যাচের শুরু থেকে বসুন্ধরা কিংসের আক্রমণে খেলাটা একপেশে হবে বলে যারা ধরে নিয়েছিলেন এর পর থেকে তারা নড়েচড়ে বসেন। ফেডারেশন কাপের ফাইনালে জমে ওঠে উত্তেজনা। ৪১ মিনিটে অধিনায়ক কলিনড্রেসের গোলে এগিয়ে যায় কিংস। দ্বিতীয়ার্ধে সমতা আনে রহমতগঞ্জ। রহমতগঞ্জের এ সমতা অর্জনকে মেনে নিতে পারেননি কিংসের যোদ্ধারা। দলের ১০ জনই ঝাঁপিয়ে পড়েন রহমতগঞ্জের ওপর। কিন্তু রহমতগঞ্জের গোলকিপারের কৃতিত্বে ব্যর্থ হয় কিংসের একাধিক পরিকল্পিত আক্রমণ। ৭৬ মিনিটে অবশ্য ধসে পড়ে তাদের রক্ষণব্যূহ। বসুন্ধরার অধিনায়ক ড্যানিয়েল কলিনড্রেস দলকে এগিয়ে নেন আবারও। রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্টারিয়ান খেলোয়াড় বসুন্ধরা কিংসের পক্ষে ২টি গোল করে প্রথমবারের মতো ফেডারেশন কাপের শিরোপা নিশ্চিত করেন। রহমতগঞ্জ হারলেও তুমুল প্রতিদ্বন্দ্বিতা তুলে ফাইনাল খেলাকে আকর্ষণীয় করে তুলেছে। ফেডারেশন কাপে বসুন্ধরা কিংসের জয় দেশের ফুটবলের পুনরুত্থানে সহায়তা করবে- এমনটিই আশা করা হচ্ছে। শিরোপাজয়ী দলকে আমাদের অভিনন্দন।

সর্বশেষ খবর