শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন

দেশবাসী ফিরে পেয়েছিল প্রিয় নেতাকে

বাঙালি জাতির জীবনে ১০ জানুয়ারি দিনটির ঐতিহাসিক তাৎপর্য আকাশছোঁয়া। পাকিস্তানি বন্দীদশা থেকে ১৯৭২ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন। ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি সৈন্যরা গণহত্যা শুরু করলে সে কঠিন পরিস্থিতিতে ২৬ মার্চের সূচনালগ্নে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। মুক্তিযুদ্ধেরও ডাক দেন তিনি। হানাদার বাহিনীর সদস্যরা বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পাকিস্তানের কারাগারে নিয়ে যায়। মুক্তিযুদ্ধের নয় মাস তাকে বন্দী রাখা হয় নির্জন কারাগারে। প্রহসনের বিচারে বঙ্গবন্ধুকে ফাঁসির নির্দেশও দেওয়া হয়। একাত্তরের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে বাঙালি জাতির বিজয় নিশ্চিত হয়। বাংলাদেশ যখন আনন্দ-উল্লাসে উত্তাল, তখনো গোটা জাতি বঙ্গবন্ধুর জীবনের নিরাপত্তার ব্যাপারে উৎকণ্ঠিত, তার স্বদেশ প্রত্যাবর্তনের প্রতীক্ষায় অধীর। বিশ্ব নেতারাও বঙ্গবন্ধুর মুক্তি দাবিতে সোচ্চার হয়ে ওঠেন। বাহাত্তর সালের জানুয়ারির ১০ তারিখ বঙ্গবন্ধু দেশে ফিরে না আসা পর্যন্ত এ দেশের অগণিত মানুষ আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন। আশার আলোর আভাস পাওয়া যায় ৮ জানুয়ারি। ওই দিন সংবাদ সংস্থার খবরে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে রাওয়ালপিন্ডি থেকে পিআইএর একটি বিশেষ বিমান অজ্ঞাত গন্তব্যস্থলের উদ্দেশে রওনা হয়। তারপর বেশ কয়েক ঘণ্টা আর কোনো খবর নেই। বাংলাদেশে উদ্বেগ-উৎকণ্ঠার প্রহর কাটে না। অবশেষে জানা যায়, পাকিস্তান থেকে বঙ্গবন্ধু লন্ডনে পৌঁছেছেন। বঙ্গবন্ধুর নিরাপদে লন্ডনে পৌঁছার খবর পাওয়ার পর দেশের সর্বত্র আনন্দের বন্যা বয়ে যায়। ১৯৭২ সালের ১০ জানুয়ারি তেজগাঁও বিমানবন্দরে নামে বঙ্গবন্ধুকে নিয়ে আসা ব্রিটিশ বিমান। মুক্তিযুদ্ধের ২৫ দিন পর প্রকারান্তরে বাঙালি জাতি পরিপূর্ণ বিজয়ের স্বাদ অনুভব করে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস এ বছর পালিত হচ্ছে বিশেষ মর্যাদায়। সর্বকালের সেরা বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিক আনুষ্ঠানিকভাবে পালন শুরু হচ্ছে আজকের দিন থেকে। বঙ্গবন্ধু শেখ মুজিব এবং বাংলাদেশ একাত্ম হয়ে আছে এক সূত্রে। যত দিন বাংলাদেশ থাকবে সেই অনন্ত কাল পর্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে বঙ্গবন্ধুর নাম। দেশের স্বাধীনতার জন্য ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য নিজেকে আত্মোৎসর্গ করেছিলেন বলেই বাঙালির পক্ষে স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করা সম্ভব হয়েছিল। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতি আমাদের অকৃত্রিম শ্রদ্ধা।

সর্বশেষ খবর