শনিবার, ১১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

মহাসড়কের নৈরাজ্য

অযান্ত্রিক যানবাহন চলাচল বন্ধ হোক

দেশের মহাসড়কগুলোয় নসিমন, করিমন, অটোরিকশা এমনকি রিকশা একের পর এক দুর্ঘটনা ঘটাচ্ছে। যত দোষ নন্দ ঘোষ তত্ত্ব তুলে বাক্যবাগীশরা বাস বা ট্রাক চালকদের শ্রাদ্ধ করলেও প্রতিটি মহাসড়কে অনভিপ্রেতভাবে দাপিয়ে বেড়ানো স্বল্পপাল্লার যানবাহনগুলোর ব্যাপারে নীরব। ব্যাটারিচালিত অটোরিকশা-জাতীয় যানবাহনের জন্য দ্রুতগতির গাড়ি মহাসড়কগুলোয় নিরাপদে চলাচলও দুষ্কর হয়ে পড়েছে। দেশের মোট সড়ক দুর্ঘটনা ও মৃত্যুর বড় অংশ ঘটছে ২২টি মহাসড়কে, বিপজ্জনক থ্রি-হুইলারের সঙ্গে সংঘর্ষে। এসব প্রেক্ষাপটে চার বছর আগে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সারা দেশে ২২টি জাতীয় মহাসড়কে থ্রি-হুইলার অটোরিকশা, টেম্পো ও অযান্ত্রিক যানবাহন চলা নিষিদ্ধ করেছিল। তখন বলা হয়েছিল, ভবিষ্যতে যেসব সড়ক-মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে, সেসব মহাসড়কের পাশে ধীরগতির যানবাহন চলায় বাইলেন নির্মাণ করা হবে। মন্ত্রণালয়ের উদ্যোগের পর বারবার চেষ্টা করেও ওই ২২ মহাসড়কে নসিমন, করিমন, আলমসাধু, ভটভটিসহ অনিয়ন্ত্রিত যান চলা বন্ধ করা যায়নি। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটছে, ক্ষয়ক্ষতি হচ্ছে জানমালের। দেশের সর্বত্রই অনিয়ন্ত্রিত যানবাহনগুলোর ‘বিপজ্জনক’ চলাচলে চরম ঝুঁকির মুখে পড়েছেন যাত্রীরা। ২০১৯ সালে দেশে ৪ হাজার ৭০২টি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৫ হাজার ২২৭ জন। আহত হয়েছেন ৬ হাজার ৯৫৩ জন। এর অর্ধেকই পথচারী। এসব মৃত্যুর জন্য দায়ী মহাসড়কে চলা বাস ও ট্রাক। পাশাপাশি সড়ক দুর্ঘটনার জন্য মহাসড়কে চলা নিষিদ্ধ যানবাহনকে প্রধান সমস্যা বলে চিহ্নিত করা হয়েছে। চার বছর আগে মহাসড়কগুলোয় থ্রি-হুইলার, অটোরিকশা, টেম্পো ও অযান্ত্রিক যানবাহন নিষিদ্ধ করা হলেও তা আজও কার্যকর হয়নি। নির্মাণ করা হয়নি আলাদা সড়ক। সরকারের ঘোষিত সিদ্ধান্ত বাস্তবায়নে দেশে কোনো কর্তৃপক্ষ আছে বলেও মনে হয় না। এ বৈসাদৃশ্য দেশের মহাসড়কগুলোয় নৈরাজ্য জিইয়ে রেখেছে। দ্রুত যানবাহন চলাচলের জন্য মহাসড়ক তৈরি হলেও আসল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। মানুষের জীবন হুমকির সম্মুখীন হয়ে পড়ছে অহরহ। মহাসড়কে বিদ্যমান নৈরাজ্যের অবসানে দ্রুতগতির যানবাহনের পাশাপাশি স্বল্পগতির বা অযান্ত্রিক যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা দরকার। রাজধানীতেও গুরুত্বপূর্ণ সড়কগুলোয় রিকশার দৌরাত্ম্য থামানো দরকার। আমরা আশা করব এ ব্যাপাওে কর্তৃপক্ষের অবহেলার অবসান ঘটবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর