রবিবার, ১২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

আলোর দিশারি বঙ্গবন্ধু

তাঁর দেখানো পথে চলতে হবে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন আলোর পথের যাত্রী। বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের মহানায়ক তিনি; যাঁর হাত ধরে অন্ধকার থেকে আলোর পথে যাত্রা করার সৌভাগ্য অর্জন করেছি আমরা। সেই বৈদিক যুগেও পদ্মা, মেঘনা, যমুনা, ভৈরব, তিতাস ও করতোয়া পাড়ের মানুষের কথা জানত বিশ্ববাসী। প্রাচীন যুগ থেকে এ পর্যন্ত বাঙালির সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা- এসেছে এই মহানায়কের হাত ধরে। গ্রিক রূপকথার প্রমিথিউস স্বর্গের প্রকোষ্ঠ থেকে আগুন এনে দিয়েছিলেন মানুষকে। হিংসুক দেবতাদের নির্যাতন সহ্য করতে হয়েছিল তাকে। যে আগুন দিয়ে মানুষ ঘুচিয়েছিল অন্ধকার। বঙ্গবন্ধুও জাতির হাতে তুলে দিয়েছিলেন স্বাধীনতার মশাল; যা অর্জন করতে তিনি বছরের পর বছর জেল খেটেছেন। বারবার তাঁকে ফাঁসিতে ঝোলানোর চক্রান্ত করা হয়েছে। কিন্তু তিনি হার মানেননি। আজ বাংলাদেশের যে উত্থান, জাতি হিসেবে দুনিয়াজুড়ে যে স্বীকৃতি তা এসেছে বঙ্গবন্ধুর হাত ধরে। এ দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত করতে হলে, বিশ্বসমাজের কাতারে গর্বিত অবস্থান নিয়ে দাঁড়াতে হলে বঙ্গবন্ধুর দেওয়া সেই আলোর মশাল ধরে চলতে হবে। জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার সূচনা অনুষ্ঠানে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংগত কারণেই বঙ্গবন্ধুর দেওয়া মশাল নিয়ে এগিয়ে চলার কথা বলেছেন। শপথ দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন বাংলাদেশকে আমরা জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। বিজয়ী জাতি হিসেবে বাংলাদেশের মানুষ কখনো মাথা নত করবে না। উন্নত জাতি হিসেবে সারা বিশ্বে দেশের মানুষ মাথা উঁচু করে চলছে- এই হোক আজকের দিনে আমাদের প্রতিজ্ঞা। প্রধানমন্ত্রী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ২০ বছরের সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। শেখ মুজিবের জš§ না হলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হতে পারত না। আমরা স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করতে পারতাম না। তাঁর নেতৃত্বেই ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটি দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। স্বাধীনতা অর্জনের মতোই স্বাধীনতা সুরক্ষাও নিঃসন্দেহে এক কঠিন কাজ। দেশ গড়ার কাজও সমানভাবে গুরুত্বের। এ কঠিন দায়িত্ব পালনে জাতিকে বঙ্গবন্ধুর নির্দেশিত আলোর পথ ধরে এগোতে হবে।

হার না মানা মনোভাব জিইয়ে রাখতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর