বুধবার, ২২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

দুটি মামলার রায়

হত্যা ষড়যন্ত্রের অপখেলা বন্ধ হোক

গত সোমবার একই দিনে ঢাকা ও চট্টগ্রামের দুটি বহুল আলোচিত মামলার রায় ঘোষিত হয়েছে এবং ১০ জঙ্গি ও পাঁচ সাবেক পুলিশ সদস্যকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে। বিচারের দীর্ঘসূত্রতার ঐতিহ্য ধারণ করে গুরুত্বপূর্ণ দুটি মামলায় রায় পাওয়া গেল ৩১ ও ১৯ বছর পর। তিন দশক আগে চট্টগ্রামের লালদীঘি ময়দানে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জনসভার আগে গুলি চালিয়ে ২৪ জনকে হত্যার ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে মৃত্যুদন্ড দেওয়া হয়। ১৯৮৮ সালের ২৪ জানুয়ারির ওই ঘটনায় শেখ হাসিনাকে বহনকারী ট্রাক আদালত ভবনের দিকে এগোনোর সময় নির্বিচারে গুলি ছুড়ে ক্ষমতার দম্ভ দেখানো হয়। অন্যদিকে, প্রায় দুই দশক আগে ঢাকার পল্টন ময়দানে সিপিবির সমাবেশে বোমা হামলার ঘটনায় হরকাতুল জিহাদের (হুজি) ১০ জঙ্গিকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে। ২০০১ সালের ২০ জানুয়ারি বোমা হামলা চালিয়ে পাঁচজনকে হত্যা করা হয়েছিল, ১৯ বছর পর সেই একই তারিখে রায় দিয়েছে আদালত। লালদীঘি হত্যার ঘটনায় সোমবার রায় দেয় চট্টগ্রামের ভারপ্রাপ্ত বিভাগীয় স্পেশাল জজ মো. ইসমাইল হোসেনের আদালত। মৃত্যু হওয়ায় হত্যাকান্ডের মূল হোতা তৎকালীন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মির্জা রকিবুল হুদা ও অন্য দুজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। সিপিবির সমাবেশে বোমা হামলা মামলায় ১০ জঙ্গির মৃত্যুদন্ড ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রবিউল আলম চার আসামির উপস্থিতিতে ঘোষণা করেন। একই দিনে দুটি গুরুত্বপূর্ণ মামলার রায় ঘোষণার মাধ্যমে বিচারহীনতায় লজ্জা থেকে জাতি কিছুটা হলেও রক্ষা পেল। তিন দশক আগে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জনসভার আগে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার রকিবুল হুদার নির্দেশে ‘লালদীঘি হত্যাকান্ড’ চালানো হয়। স্বৈরশাসক এরশাদের আমলে সংঘটিত ওই হত্যাকান্ডে তাঁর সম্মতি ছিল এমনটিও ভাবা হয়। পুলিশ বাহিনীর সদস্যরা বিনা উসকাািনতে দেশের শীর্ষ বিরোধীদলীয় নেতাকে লক্ষ্য করে গুলি ছোড়বেন এবং অন্তত ২৪ জনকে হত্যা করবেন এটি সভ্য সমাজে কল্পনা করাও কঠিন। একইভাবে সিপিবির সমাবেশে যারা বোমা হামলা চালিয়েছিলেন তারা কোনো সভ্য জীব নন। মনুষ্য চেহারার অধিকারী হলেও উভয় হত্যাকান্ডের হোতাদের মানুষ নয়, শয়তানের প্রতিমূর্তি হিসেবেই ভাবা যেতে পারে। আমরা চাইব হত্যা ষড়যন্ত্রের অপখেলার অবসানে দুই মামলার রায় দ্রুত কার্যকর হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর