রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

রাখাইন জনগোষ্ঠী

বাংলাদেশ ও মিয়ানমারের একটি জনগোষ্ঠীর নাম রাখাইন। এরা মগ নামেও পরিচিত। অষ্টাদশ শতকের শেষে এরা আরাকান থেকে বাংলাদেশে এসে উপকূলীয় জেলা কক্সবাজার ও পটুয়াখালীতে বসতি স্থাপন করে। বর্তমানে রাখাইন সম্প্রদায়ের বসবাস মূলত কক্সবাজার, পটুয়াখালী ও বরগুনা জেলায়। এ ছাড়া রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলায়ও ছড়িয়ে-ছিটিয়ে কিছু রাখাইন বসতি দেখা যায়। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়ও রাখাইন সম্প্রদায়ের বসতি রয়েছে। ঐতিহাসিক তথ্যানুসারে, ১৭৮৪ সালে কক্সবাজার ও পটুয়াখালীতে রাখাইনদের আগমন ঘটে। মূলত সে সময় বার্মিজ রাজা ‘বোদোপয়া আরাকান রাজ্য জয় করেন। তার জয়লাভে ভয় পেয়ে বিপুলসংখ্যক রাখাইন পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। আরাকানের মেঘবতীর সান্ধ্যে জেলা থেকে দেড় শ রাখাইন পরিবার বাঁচার আশায় ৫০টি নৌকাযোগে অজানার উদ্দেশে বঙ্গোপসাগর পাড়ি দেয়। কয়েকদিন পর তারা কূলের সন্ধান পায় পটুয়াখালীর রাঙাবালি দ্বীপে। এ দ্বীপে তারা বসতি স্থাপন করে এবং তাদের সঙ্গে আনা ধান ও ফল-মূলের বীজ বপন করে সেখানে জমি আবাদ শুরু করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর