শিরোনাম
বুধবার, ২৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

দীনের অন্যতম অংশ কল্যাণকামিতা

মাওলানা মুফতি মুহিউদ্দীন কাশেম

‘রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, কল্যাণকামিতা হলো দীন। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, কার প্রতি কল্যাণকামিতা? উত্তরে তিনি বললেন, কল্যাণকামিতা হবে আল্লাহর জন্য, তাঁর নাজিলকৃত কিতাবের জন্য, তাঁর প্রেরিত রসুলের জন্য, মুসলিম নেতৃত্বের জন্য এবং মুসলিম সর্বসাধারণের জন্য।’ মুসলিম, তিরমিজি। রসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে মানবতার প্রতি দরদি ছিলেন এবং সবার জন্যই তাঁর অন্তরে ছিল অফুরন্ত কল্যাণ কামনা। তাই তিনি উম্মতকে মানবতার প্রতি এই কল্যাণ কামনা পোষণের আদেশ দেন। ইসলামের প্রথম দিকে যারা নতুন মুসলমান হতেন তাদের কাছ থেকে তিনি বাইয়াত গ্রহণ করতেন। আর সেই বাইয়াতের মধ্যে বিশ্বমানবতার প্রতি কল্যাণ কামনার কথা বিশেষভাবে উল্লেখ থাকত।

রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ‘মুসলমান মুসলমানের ভাই। কাজেই সে কোনো মুসলমানের ওপর জুলুম করতে পারে না এবং কোনো মুসলমানকে মজলুম অবস্থায় ফেলেও যেতে পারে না। যে ব্যক্তি অন্য ভাইয়ের কোনো উপকারে রত থাকে আল্লাহ তার উপকারে রত থাকেন। যে কোনো মুসলমানের কষ্ট দূর করে দেয় আল্লাহ তার কেয়ামতের দিন কঠিন কষ্ট দূর করে দেন। যে কোনো মুসলমানের দোষ-ত্রুটি ঢেকে রাখে আল্লাহ কেয়ামতের দিন তার দোষত্রুটি ঢেকে রাখবেন।’ তিরমিজি। তিনি আরও ইরশাদ করেছেন, ‘আল্লাহর কাছে অধিক প্রিয় হলো সেই মানুষ যে মানুষের জন্য অধিকতর উপকারী। আল্লাহর কাছে সর্বাপেক্ষা প্রিয় আমল হলো সেই আনন্দদান যা কোনো মুসলমানের মনে প্রবেশ করানো হয় এবং তার মন থেকে কোনো দুঃখ-যাতনা দূর করা হয় কিংবা তার কোনো ঋণ আদায় করে দেওয়া হয় কিংবা তার পেটের কোনো ক্ষুধা নিবারণ করা হয়।’ আত তারগিব। রসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি কোনো মুসলমানের উপকার করার জন্য গমন করে তাকে ১০ বছর নফল ইতেকাফ করার চেয়েও বেশি সওয়াব দেওয়া হয়। আর যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির নিয়তে এক দিন ইতেকাফ করে তার থেকে জাহান্নামকে তিন খন্দক দূরে সরিয়ে দেওয়া হয়। আর প্রতি খন্দকের দূরত্ব হলো আসমান থেকে জমিনের দূরত্ব পরিমাণের।’ মুসনাদে হাকেম। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ‘কোনো ব্যক্তি যখন কোনো মুসলমান ভাইয়ের উপকারের জন্য গমন করে এবং উপকারটি সম্পাদন করে তখন তার মাথার ওপর ৭৫ হাজার ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকেন। উপকারটি সকালে করা হলে বিকাল পর্যন্ত দোয়া চলে। আর বিকালে হলে সকাল পর্যন্ত চলে। আর সেই ব্যক্তির প্রতি কদমে একটি করে গুনাহ মাফ হয় ও একটি করে মর্যাদা বৃদ্ধি পায়।’ সুতরাং আসুন আমরা প্রত্যেক মানুষের ওপর সদয় হই। শুধু মানুষই নয়, বরং সব সৃষ্টজীবের প্রতি সদয় হই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।

                লেখক : পেশ ইমাম

বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।

সর্বশেষ খবর