শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ট্রাম্পের ইসরায়েল-তোষণ

শান্তি নয় সংঘাতকে উসকে দেবে

মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের নামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ইসরায়েল-তোষণ নীতি গ্রহণ করেছেন তা শান্তির বদলে সংঘাতের বারুদকে আরও বিস্ফোরণোন্মুখ অবস্থার দিকে ঠেলে দিতে পারে। ট্রাম্পের প্রস্তাবে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের টোপ দেওয়া হলেও জেরুজালেম থাকবে ইহুদিদের হাতে এবং তা ইসরায়েলের রাজধানী হিসেবে বিবেচিত হবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইতিপূর্বেকার সমঝোতায় জেরুজালেমকে ইসরায়েল ও ফিলিস্তিন উভয় দেশের রাজধানী হিসেবে মেনে নেওয়া হয়েছিল। ইসরায়েলে নেতানিয়াহুর নেতৃত্বে উগ্র ইহুদিরা ক্ষমতায় আসার পর জেরুজালেমকে এককভাবে তাদের রাজধানী হিসেবে ঘোষণা করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে জেরুজালেমে ইসরায়েলের একক সার্বভৌমত্ব মেনে নেওয়ায় ফিলিস্তিনের পক্ষ থেকে তার বিরোধিতা করা হয়েছে। ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। এ পরিকল্পনাকে ‘ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে তারা। ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ষড়যন্ত্রমূলক এ চুক্তি মেনে নেওয়া হবে না। পশ্চিম তীরের রামাল্লা থেকে টেলিভিশন ভাষণে মাহমুদ আব্বাস বলেছেন, ‘আমি ট্রাম্প ও নেতানিয়াহুকে জানাচ্ছিÑ জেরুজালেম বিক্রির জন্য নয়, ফিলিস্তিনের অধিকার বিক্রি হবে না এবং এ নিয়ে দরকষাকষিও হবে না এবং আপনাদের চুক্তি, ষড়যন্ত্র অনুমোদন করা হবে না।’ বিশ্বের সবচেয়ে বেশিদিন ধরে চলা সংঘাতের সমাধানে এ পরিকপনা তৈরির দায়িত্বে ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। এর আগে মঙ্গলবার গাজা উপত্যকায় বিক্ষোভ করেন হাজার হাজার ফিলিস্তিনি, সে সময় পশ্চিম তীরে সেনা মোতায়েন জোরদার করে ইসরায়েলি সামরিক বাহিনী। এ যৌথ ঘোষণা এমন একসময় এলো যখন ট্রাম্প ও নেতানিয়াহু উভয়েই নিজ নিজ দেশে রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে রয়েছেন। মূলত ট্রাম্প তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব মোকাবিলায় ইসরায়েল-ফিলিস্তিন কার্ড ব্যবহার করতে চাচ্ছেন। ট্রাম্প জানেন তার তথাকথিত শান্তি পরিকল্পনা ফিলিস্তিনিদের কাছে গ্রহণযোগ্য হবে না। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুও জেনেশুনে এ প্রহসনে অংশ নিচ্ছেন দেশে তার অধঃপতিত ভাবমূর্তির পরিবর্তন ঘটাতে। ট্রাম্পের ইসরায়েল-তোষণ মধ্যপ্রাচ্যে শান্তি নয় সংঘাতকে উসকে দেবে; যা কারোর জন্য কল্যাণকর হবে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর