শিরোনাম
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ক্রিকেটে বিশ্বজয়

যুব ক্রিকেট দলকে অভিনন্দন

বিশ্বজয়ের সাধ্য দেখিয়েছে আকবর আলীর নেতৃত্বাধীন যুব টাইগার বাহিনী। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে তারা শক্তিশালী ভারতকে ৩ উইকেটের ব্যবধানে পরাজিত করে শিরোপা অর্জন করেছে। ক্রিকেটে বাংলাদেশের নবতর উত্থানের এই মাহেন্দ্রক্ষণকে অধিনায়ক আকবর আলী বলেছেন এটি তাদের শুরু মাত্র। রুদ্ধশ্বাস ম্যাচে ৪৩ রানের ধৈর্যশীল ইনিংস খেলে জয় নিশ্চিত করেন অধিনায়ক আকবর আলী। স্বপ্নের ফাইনালে ‘ক্যাপ্টেনস নক’ খেলে ম্যান অব দ্য ফাইনাল পুরস্কারও পেয়েছেন ‘আকবর দ্য গ্রেট’। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি ছিল ঠিক ‘ফাইনালের’ মতোই উত্তেজনায় ঠাসা। ম্যাচের শেষটা ছিল চরম নাটকীয়। ১৫ রান বাকি থাকতে বৃষ্টি। তখন টাইগারদের হাতে ছিল ৩ উইকেট। বল বাকি ছিল ৫৪টি। বৃষ্টি থামলে ডাকওয়ার্থ বা লুইস পদ্ধতিতে বাংলাদেশের টার্গেট আরও সহজ হয়ে যায়। জয়ের জন্য ৩০ বলে দরকার মাত্র ৭ রান। ২৩ বল হাতে রেখেই কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ম্যাচের প্রথম ইনিংসে ছিল বাংলাদেশের বোলারদের একচ্ছত্র দাপট। ব্যাটিংয়ের শুরুটাও দুর্দান্ত। মাঝে কেবল কিছুটা খেলার গতি বদলে দেন ভারতের লেগস্পিনার রবি বিষ্ণোই। তার বিষাক্ত এক স্পেলে মহাবিপদে পড়ে বাংলাদেশ। ১৭৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৫০ করে বাংলাদেশ। এর পরই শুরু বিষ্ণোইয়ের জাদু। পরের ৩৫ রানের মধ্যে ৫ উইকেট হারায় যুব টাইগাররা। ওপেনার ইমনও আহত হয়ে মাঠ ত্যাগ করেন। দলীয় ১০২ রানে ৬ উইকেট পতনের পর শিরোপাকে মনে হচ্ছিল দূরের ‘বাতিঘর’। ঠিক এমন সময় ২৫ রানে ‘রিটায়ার্ড হার্ট’ হওয়া ওপেনার ইমন বাইশগজে ফেরেন। উইকেটে থাকা ক্যাপ্টেন আকবর আলী যেন নতুন করে জীবনীশক্তি পেয়ে যান। টিম টিম করে জ্বলতে থাকা বাতিঘরের আলো অনুসরণ করে ধীরে ধীরে বাংলাদেশকে নিয়ে যান কাক্সিক্ষত লক্ষ্যের দিকে। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশ পুরো খেলায় অপরাজিত থেকেছে দাপট দেখিয়ে। চারবারের চ্যাম্পিয়ন ভারত পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে ফাইনালে উঠলেও বাংলাদেশের কাছে হেরে গিয়ে তাদের জয়রথের পতন ঘটায়। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিশ্বকাপ জয় দেশের ক্রিকেটের সোনালি সম্ভাবনাকে জানান দিয়েছে। আকবর বাহিনীকে আমাদের অভিনন্দন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর