মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
ইতিহাস

খাসিয়া সমাজ

খাসিয়া সমাজে স্বামী-স্ত্রী পরস্পর সহযোগিতা ও সমঝোতার মাধ্যমে কৃষি ও সংসারের কাজকর্ম করে। এদের মধ্যে মতান্তর কমই দেখা যায়। পুরুষরা নারীদের সমীহ করে। বিপত্নীক বৃদ্ধ পিতার লালনপালনের ধর্মীয় দায়িত্ব সন্তানদের। স্ত্রীর অকালমৃত্যু হলে তারা মাতৃনামেই পরিচিত হয়। পুরুষটি অন্যত্র বিয়ে করে চলে যেতে পারে। খ্রিস্টধর্ম গ্রহণ করলেও খাসিয়ারা মাতৃনাম পরিত্যাগ করে না। সম্পত্তির মালিক কনিষ্ঠ কন্যা কিন্তু অন্য বোনেরাও ভাগ পায়, তবে তাদের সম্পত্তি বিক্রি করার অধিকার নেই। পারিবারিক পূজা-অর্চনা ও অনুষ্ঠানাদির দায়িত্ব ছোট বোনের ওপর অর্পিত। এক বিয়েতেই খাসিয়াদের রেওয়াজ। তবে স্বামীর যৌন অক্ষমতা, স্বামী পছন্দ না হওয়া কিংবা যৌনমিলনের জন্যও স্ত্রীরা একাধিক বিয়ে করতে পারে। পুরুষদের বহু বিয়ে বিরল। তবে স্ত্রীর সন্তান না হলে তার অনুমতিক্রমে পুরুষ দ্বিতীয় বিয়ে করতে পারে।

 

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর