রবিবার, ৮ মার্চ, ২০২০ ০০:০০ টা
বিচিত্রতা

সন্দ্বীপ

সন্দ্বীপ এককালে কম খরচে মজবুত ও সুন্দর জাহাজ নির্মাণের জন্য পৃথিবীখ্যাত ছিল। ইউরোপের বিভিন্ন এলাকায় এ জাহাজ রপ্তানি করা হতো। তুরস্কের সুলতান এ এলাকার জাহাজের প্রতি আকৃষ্ট হয়ে এখান থেকে বেশ কিছু জাহাজ কিনে নেন। ভারতবর্ষের মধ্যে সন্দ্বীপ ছিল একটি সমৃদ্ধিশালী বন্দর। লবণ ও জাহাজ ব্যবসা, শস্যসম্পদ ইত্যাদির প্রতি আকৃষ্ট হয়ে ষোড়শ শতাব্দীর মধ্যভাগে পর্তুগিজরা সন্দ্বীপে উপনিবেশ স্থাপন করেন। এ ছাড়া ভ্রমণ ও ধর্ম প্রচারের উদ্দেশ্যে ফরাসি ও ওলন্দাজ পরিব্রাজকরা প্রায়ই সন্দ্বীপে আগমন করতেন। ১৬১৫ সালে পর্তুগিজদের সঙ্গে আরাকান রাজ্যের যুদ্ধে ২০০ সেনাসহ পর্তুগিজ সেনাপতি ইমানুয়েল মার্তুস নিহত হন এবং পর্তুগিজরা সন্দ্বীপ ত্যাগ করলে ১৬১৬ সালে মগরাজ সন্দ্বীপ দখল করেন। এরপর সন্দ্বীপে আরাকান ও মগদের প্রাধান্য থাকলেও তাদের পরাধীনতাকে অস্বীকার করে একে প্রায় অর্ধশতাব্দী শাসন করেন দেলোয়ার খাঁ। ১৬৬৬ সালে তার রাজত্বের পতন ঘটে এবং মোগল সরকারের অধীনে জমিদারি প্রথার সূচনা ঘটে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর