বুধবার, ১১ মার্চ, ২০২০ ০০:০০ টা

বাংলাদেশের উন্নয়ন

গণতন্ত্র ও জবাবদিহিও জরুরি

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন বাংলাদেশে বড় ধরনের অর্থনৈতিক জাগরণের প্রশংসা করেছেন। বাংলাদেশে জন্মগ্রহণকারী এই ভারতীয় অর্থনীতিবিদ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী অডিটোরিয়ামে স্কাইপিযোগে ‘সমৃদ্ধি ও ন্যায্য সমাজের সন্ধানে অমর্ত্য সেন’ শীর্ষক পাঠচক্রের উদ্বোধনকালে বলেন, উন্নয়নের জন্য দায়িত্বশীলতা দরকার। জবাবদিহির বদলে যদি সবাই দায়িত্বশীল হয় তবে সব ক্ষেত্রে উন্নয়ন ত্বরান্বিত হবে। বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের জাগরণ চলছে। এ দেশের মানুষ অর্থনৈতিক কর্মকান্ডে ব্যাপকভাবে সংযুক্ত। কর্মসংস্থান ও যোগাযোগ অবকাঠামোয় ব্যাপক পরিবর্তন হয়েছে। এ উন্নয়ন ভারত কিংবা পাকিস্তানসহ প্রতিবেশী অন্য কোনো দেশে হয়নি। বাংলাদেশের উন্নয়ন প্রসঙ্গ তুলে ধরে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ বলেন, ঢাকার মানিকগঞ্জের বাবার বাড়ি থেকে বিক্রমপুরে মামার বাড়ি যেতে দুই দিনের প্রয়োজন হতো। এখন দুই ঘণ্টাও লাগে না। স্বাধীনতা সংগ্রামের পর এনজিওগুলো নারী উন্নয়নে কাজ করেছে। তাদের কর্মসূচির ফলেই সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ বেড়েছে। তবে এসব বিষয়ে আরও চিন্তার প্রয়োজন রয়েছে। বিশেষ করে জবাবদিহি ও কর্তব্যবোধের বিষয়গুলো গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের মতো নিয়ম মেনে চলা, জবাবদিহি ও কর্তব্যবোধ অন্য কোনো দেশে হবে না তা মেনে নিয়ে বলা যায়, বাংলাদেশে এটা খুব সামান্যই দেখা যায়, যা কষ্টদায়ক। অথচ একসময় এ দেশে একে অন্যকে সাহায্য করাই ছিল সাংস্কৃতিক ঐতিহ্য। অমর্ত্য সেন বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে যে প্রশংসা করেছেন, তার সঙ্গে নিজের বাস্তব অভিজ্ঞতার সন্নিবেশ ঘটেছে। প্রাতঃস্মরণীয় এই অর্থনীতিবিদের জীবনের প্রথমাংশ কেটেছে ঢাকায়। পরিণত বয়সে তিনি দেখেছেন নতুন বাংলাদেশকে। দুটির মধ্যে রয়েছে বিশাল ফারাক। বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে জবাবদিহির ঘাটতি থাকলেও দায়িত্বশীলতার কারণে ধারেকাছের সব দেশের চেয়ে নানা ক্ষেত্রে অগ্রগতি ঘটছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে গণতন্ত্র প্রতিষ্ঠা ছিল অন্যতম লক্ষ্য। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, গণতন্ত্রের ক্ষেত্রে সংকট নিত্যকার বিষয় হতে চলেছে। গণতান্ত্রিক পরিবেশের অভাব জবাবদিহিতে ব্যত্যয় ঘটাচ্ছে। জবাবদিহির বিদ্যমান সংকট পারস্পরিক সম্পর্কেও অসহিষ্ণুতার উন্মেষ ঘটাচ্ছে। যে কোনো জাতির জন্য উন্নয়ন খুবই দরকারি। তবে টেকসই উন্নয়নের জন্য গণতন্ত্র ও জবাবদিহির বিকল্প নেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর