শুক্রবার, ১৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

মহামারী ঘোষণা

করোনাভাইরাস ঠেকাতে হবে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা নভেল করোনাভাইরাসকে বিশ্বব্যাপী মহামারী হিসেবে ঘোষণা করেছে। করোনাভাইরাস যে বিশ্বজুড়ে বিপজ্জনক হয়ে উঠেছে সে বিষয়টি প্রকারান্তরে স্পষ্ট করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদক্ষেপে। সংস্থার প্রধান বুধবার বলেছেন, দুই সপ্তাহে চীনের তুলনায় বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৩ গুণ বেড়েছে। কোনো রোগকে তখনই মহামারী বলা হয় যখন তা একাধিক দেশে ছড়িয়ে পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিটি দেশকে জরুরি ও তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে প্রাদুর্ভাব মোকাবিলার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, বেশ কয়েকটি দেশ প্রমাণ করেছে ভাইরাসটি দমন ও নিয়ন্ত্রণ করা সম্ভব। বিশ্বজুড়ে মহামারী ঘোষণা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই জোরদারে অবদান রাখবে বলে আশা করা যায়। বাংলাদেশে চলতি সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত তিনজনকে শনাক্ত করা হলেও এ পর্যন্ত আর কারোর দেহে এ ভাইরাসের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়নি। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত যে তিনজনকে শনাক্ত করা হয়েছিল, এদের দুজনই এখন সুস্থ। তাদের যে কোনো সময় হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে। তৃতীয়জনের চিকিৎসা চলছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বুধবার এ সুখবরটি দিয়ে বলেছেন, দেশে নতুন করে কারও মধ্যে কভিড-১৯ ধরা পড়েনি। ২৪ ঘণ্টায় নতুন ১০ জনের নমুনা পরীক্ষা করা হলেও ফল ছিল নেগেটিভ। কিশোরগঞ্জের ভৈরবসহ বিভিন্ন জেলায় বিদেশফেরত শতাধিক ব্যক্তিকে ‘হোম কোয়ারেনটাইনে’ রাখা হয়েছে। সিঙ্গাপুরে আক্রান্ত পাঁচ বাংলাদেশির মধ্যে চারজনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি জনের অবস্থা অপরিবর্তিত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সীমিতসংখ্যক থারমাল স্ক্যানার দিয়ে যাত্রীদের চাপ সামলানো যাচ্ছে না। তিনটি সচল থারমাল স্ক্যানারের মধ্যে বিকল হয়ে পড়েছে আরও একটি। তবে সচল দুটি যন্ত্র দিয়েই সব যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা সম্ভব বলে দাবি কর্তৃপক্ষের। ইতিমধ্যে শাহজালাল বিমানবন্দরে সরাসরি তাপমাত্রা নির্ণয়ে প্রথমবারের মতো বসানো হয়েছে বড় মনিটর। কারোর দেহে তাপমাত্রা বেশি থাকলে তাকে কোয়ারেনটাইনে পাঠানো হচ্ছে। আইইডিসিআরের হটলাইনে বুধবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ২২৫টি কল গিয়েছে যার মধ্যে ৩ হাজার ১৪৫টি করোনাভাইরাস-সংক্রান্ত। প্রাণঘাতী এ ভাইরাস সম্পর্কে দেশে যে জনসচেতনতা গড়ে উঠেছে এটি তারই প্রমাণ। সারা দেশে সাধারণ মানুষের মধ্যে মাস্ক ব্যবহার যেমন বেড়েছে তেমন বাইরে থেকে কেউ ঘরে ফিরলেই হাত সাবান দিয়ে ধোয়ার অভ্যাস গড়ে উঠেছে করোনাভাইরাস থেকে সুরক্ষার প্রয়োজনে। এ প্রবণতা প্রশংসার দাবিদার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর