শনিবার, ১৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

সারা দেশে বিদ্যুতায়ন

অগ্রযাত্রার পথে অবদান রাখবে

কথা নয় কাজের মাধ্যমে বঙ্গবন্ধু তাঁর আপন মাহাত্ম্য দেশ, জাতি ও বিশ্বের সামনে তুলে ধরেছেন। বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকীতে যাতে বাগাড়ম্বরতার আশ্রয় নেওয়া না হয়, সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে সতর্কতা অবলম্বন প্রশংসার দাবিদার। তার বদলে চেষ্টা চলছে মহৎ সব উদ্যোগের মাধ্যমে মুজিববর্ষকে দেশবাসীর কাছে মূর্তমান করার। এজন্য নেওয়া হয়েছে দেশজুড়ে শতভাগ বিদ্যুতায়নের কর্মসূচি। কর্মসূচি অনুযায়ী গ্রিড আছে এমন উপজেলায় চলতি বছরের জুনের মধ্যে আর অফগ্রিড এলাকায় ডিসেম্বরে শতভাগ বিদ্যুতায়নের কাজ শেষ হবে। প্রত্যন্ত পাহাড়ি, হাওর, চরাঞ্চলসহ দুর্গম যেসব এলাকায় বিদ্যুতের গ্রিডলাইন পৌঁছেনি সেখানে সোলার প্যানেল ও বিকল্প মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে সারা দেশে শতভাগ বিদ্যুতায়ন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। মুুজিববর্ষে দেশবাসীর জন্য বিদ্যুৎ বিভাগের এটিই হবে সবচেয়ে বড় উপহার। স্মর্তব্য, সরকার ২০১২ সালে শতভাগ বিদ্যুতায়ন কর্মসূচির বাস্তবায়ন শুরু করে। এর ধারাবাহিকতায় এখন পর্যন্ত দেশের ৪৬১ উপজেলার মধ্যে ৪১০টি শতভাগ বিদ্যুতের আওতায় এসেছে। আর মাত্র ৫১টি উপজেলায় বিদ্যুৎ পৌঁছালে দেশের সব উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসবে। আগামী জুনের মধ্যে এ উপজেলাগুলো শতভাগ বিদ্যুতায়ন কর্মসূচির আওতায় আনার তোড়জোড় চলছে। বিদ্যুৎ বিভাগ ঘোষণা দিয়েছে, মুজিববর্ষের মধ্যেই পুরো দেশ বিদ্যুতায়নের আওতায় আসবে। প্রতি বছর ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহটি ‘বিদ্যুৎ সপ্তাহ’ হিসেবে পালন করা হয়। এবার সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে। আজকের যুগে বিদ্যুৎ ও উন্নয়ন সমার্থক শব্দ হিসেবে বিবেচিত। বিদ্যুৎ আলো দেয়, ঘোচায় অন্ধকার। তথ্যপ্রযুক্তি আয়ত্তের মধ্যে আনতেও চাই বিদ্যুতের ব্যবহার। কলকারখানা চালাতেও ইন্ধনশক্তি হিসেবে বিদ্যুতের বিকল্প নেই বললেই চলে। ফলে মুজিববর্ষের কল্যাণে দেশজুড়ে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেলে তা হবে জাতির জন্য এক বিরাট অর্জন। এর ফলে প্রত্যন্ত এলাকায় তথ্যপ্রযুক্তির বিকাশ ঘটবে। গড়ে উঠবে ক্ষুদ্র শিল্প। কৃষিতেও লাগবে আধুনিকায়নের ছোঁয়া। পশ্চাৎপদতা কাটিয়ে উঠতে অবদান রাখবে বিদ্যুতায়ন। ইতিহাসের মহানায়কের জন্মশতবার্ষিকীতে স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটি মহৎ কর্মসূচি হিসেবে বিবেচিত হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর