শনিবার, ১৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

বিয়ে বর-কনের ধার্মিকতা দেখে

মাওলানা সেলিম হোসাইন আজাদী

বিয়ে বর-কনের ধার্মিকতা দেখে

ইসলাম একটি পরিপূর্ণ জীবন-ব্যবস্থা। জীবনের প্রতিটি দিক সুস্পষ্টভাবে ইসলাম বলে দিয়েছে। বিয়ের জন্য কনে দেখার ক্ষেত্রে কোন গুণসম্পন্ন নারীকে বিয়ে করবে আর কোন নারীকে বিয়ে করবে না এ সম্পর্কেও ইসলামের নির্দেশনা রয়েছে। ইসলাম চায় সুখী-সুন্দর দাম্পত্যজীবন। আর একজন ভালো স্ত্রী দাম্পত্যজীবনকে সুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কনে দেখার ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি অনুসরণ করা জরুরি। কনে দেখার ব্যাপারে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কথা বলেছেন। যে বৈশিষ্ট্য দেখে কনে নির্বাচন করলে দাম্পত্যজীবনে কখনোই অশান্তির আগুনে পুড়তে হবে না। তিনি বলেছেন, ‘মানুষ যখন বিয়ের জন্য কনে দেখতে যায় তখন প্রথমেই কনের অর্থ-সম্পদ কী আছে খোঁজখবর করে। তারপর দেখে তার বংশীয় ঐশ্বর্য এবং পারিবারিক প্রভাব-প্রতিপত্তি। তৃতীয় নম্বরে দেখে কনের রূপ-লাবণ্য। এসব কিছু মিলে গেলে মানুষ ধার্মিকতার খোঁজখবর করে। তোমরা যদি সুখী দাম্পত্যজীবন চাও তাহলে অর্থ-সম্পদ কিংবা বংশ-গৌরব অথবা রূপ-লাবণ্যের পেছনে পড়ে থেকো না। তোমরা বরং আল্লাহভীরু ধার্মিক মেয়েকে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নাও। বুখারি, মুসলিম। এ হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসরা বলেন, হাদিসে বলা চারটি গুণ এমন গুরুত্বপূর্ণ যে, যে কোনো একটি গুণ থাকলেই ছেলেপক্ষ ওই মেয়ের ব্যাপারে রাজি হয়ে যাবে। যেমন কোনো মেয়ে যদি অগাধ ধনসম্পদের মালিক হয় আর অন্য কোনো গুণ তার নেই, এ মেয়ের জন্যও ভূরি ভূরি পাত্র জুটে যাবে। অথবা কোনো মেয়ের পৃথিবীজয়ী রূপ-লাবণ্য আছে, তার জন্যও ছেলের অভাব হবে না। তেমনভাবে যে মেয়ে ধার্মিক তার ব্যাপারেও ছেলেরা প্রচুর আগ্রহ দেখাবে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরামর্শ হলো, সুখী পারিবারিক জীবন পেতে চাইলে অর্থ বা রূপ দেখে নয় বরং ধার্মিকতা দেখেই যেন বিয়ের সম্পর্ক গড়ে তোলে। ধার্মিকতা নেই এমন মেয়ে বিয়ে করা কোনোভাবেই বুদ্ধিমানের পরিচয় নয়। কোনো ধার্মিক মেয়ে ছাড়া অন্য মেয়েকে বিয়ে করা বুদ্ধিমানের পরিচয় নয়- এর ব্যাখ্যা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিয়েছেন। তিনি বলেছেন, ‘তুমি যদি খুব রূপবতী মেয়ে বিয়ে কর, তবে মনে রেখো অনেক সময় রূপ-লাবণ্য নারীদের বিপথে নিয়ে যায়। তুমি যদি অতি ধনবতী মেয়ে বিয়ে কর, তাহলে জেনে রেখো অর্থবিত্ত নারীদের স্বামীর প্রতি অবাধ্য করে তোলে। আর তুমি যদি ধার্মিক মেয়ে বিয়ে কর, তাহলে সে আল্লাহকে ভয় করবে এবং তোমার জীবনে সুখের জোয়ার এনে দেওয়ার জন্য সব সময় তৎপর থাকবে। মনে রেখো, রূপবতী বিপথগামী ও ধনবতী অবাধ্য নারীর চেয়ে ধার্মিক একজন কুচকুচে কালো দাসীও অনেক অনেক ভালো।’ ইবনে মাজাহ, মুসনাদে বাজজার বায়হাকি।

 

লেখক : মুফাসসিরে কোরআন।

সর্বশেষ খবর