শনিবার, ২১ মার্চ, ২০২০ ০০:০০ টা

গুজব রটনাকারীদের ধরুন

কঠিন শাস্তির ব্যবস্থা নিন

সামাজিক যোগাযোগমাধ্যমের বদৌলতে জনজীবনে যেমন কল্যাণ নিশ্চিত হয় তেমন এর অপব্যবহারে অকল্যাণ থাবা বিস্তার করে। করোনা-ভাইরাসকে কেন্দ্র করে সামাজিক গণমাধ্যমে ইবলিশের বরপুত্ররা সক্রিয় হয়ে ওঠায় জনজীবনে সৃষ্টি হচ্ছে বিভ্রান্তি। ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। দেশে খাদ্যপণ্যের মজুদ এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। চাহিদার তুলনায় মজুদ অনেক বেশি হওয়ায় সরকার চাল রপ্তানি এবং রপ্তানিকারকদের আর্থিক সহায়তাদানেরও সিদ্ধান্ত নিয়েছিল। দেশে আগামী এক বছরের মতো পর্যাপ্ত খাদ্য মজুদ থাকা সত্ত্বেও সামাজিক যোগাযোগমাধ্যমে একদল মতলববাজ অথবা মহামূর্খের অপপ্রচারে গত কয়েক দিন ধরে বাজারে খাদ্যপণ্যের কেনাকাটায় ধুম পড়ে যায়। তাতে লাভবান হয় অসৎ ব্যবসায়ীরা। চাল, পিয়াজ, আদা, ডালসহ অনেক পণ্যের দাম ২৫ থেকে ৪০ শতাংশ বেড়ে যায়। অথচ বাস্তবতা হলো, গত ১৬ মার্চ পর্যন্ত দেশে সরকারি পর্যায়ে খাদ্য মজুদ রয়েছে ১৭ লাখ ৫১ হাজার টন। চাল রয়েছে ১৪ লাখ ২৯ হাজার টন, গম ৩ লাখ ২২ হাজার টন। তবে সরকারি মজুদের চেয়ে অনেক বেশি খাদ্য মজুদ রয়েছে বেসরকারি পর্যায়ে। দেশের চাল মিল, পাইকার, আমদানিকারক, খুচরা ব্যবসায়ী এবং কৃষক পর্যায়েও বিপুল পরিমাণ খাদ্য মজুদ রয়েছে। এর বাইরে আটা, ময়দা, তেল, ডাল, চিনিসহ অন্যান্য নিত্যপণ্য প্রচুর মজুদ রয়েছে। আসন্ন রমজানকে কেন্দ্র করে ছোলা, খেজুরসহ অন্যান্য প্রয়োজনীয় নিত্যপণ্যও আমদনি করা হচ্ছে। চাহিদার সিংহভাগই দেশে মজুদ থাকায় এ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য ভাত, ডাল, মাছ মাংস, আটা ও শাকসবজি। এগুলো সবই অভ্যন্তরীণভাবে উৎপাদিত হচ্ছে। ফলে নিত্যপণ্য নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। করোনাভাইরাসের কারণে বিপুলসংখ্যক প্রবাসী দেশে ফিরে এসেছেন, এর জন্য খাদ্য চাহিদা কিছুটা বাড়বে। কিন্তু ১৮ কোটি মানুষের দেশে ৬ বা ৭ লাখ অতিরিক্ত মানুষের খাদ্য তেমন চিন্তার বিষয় নয়। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও চাল রপ্তানি করা হচ্ছে। তা ছাড়া সামনেই বোরো মৌসুম। এ মৌসুমেও বাম্পার ফলনের আশা করা হচ্ছে। আশার কথা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে মাঠে নেমেছে। এর পাশাপাশি গুজব যারা ছড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সামাল দিতে সরকারকে কঠোর হতে হবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর