সোমবার, ২৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

বাড়ছে অপরাধ

আইনের শাসন প্রতিষ্ঠায় উদ্যোগী হোন

অপরাধ সংঘটিত হলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে অভিহিত করা নাগরিকদের অবশ্য কর্তব্য। অপরাধ সম্পর্কে জ্ঞাত হলে তাদের পক্ষে অপরাধীদের সামাল দেওয়া সম্ভব হয়। সমাজে শান্তি-শৃঙ্খলা সুরক্ষায় সহায়ক হয়। কিন্তু আমাদের দেশের সিংহভাগ মানুষ বাধ্য না হলে পুলিশের শরণাপন্ন হতে অনীহা দেখায়। ফলে সংঘটিত অপরাধের একটি ক্ষুদ্র অংশের চিত্রই আইনশৃঙ্খলা বাহিনীর গোচরীভূত হয়। বাকি বৃহত্তর অংশ থাকে লোকচক্ষুর অন্তরালে। অথচ সভ্য দেশগুলোতে অপরাধ সংঘটিত হলেই তা স্পুটনিক গতিতে পৌঁছে যায় পুলিশের কাছে। পুলিশও অপরাধীদের ধরতে সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠে। অপরাধীরা পার পাওয়ার সুযোগ পায় না। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় প্রতিদিনই চুরি, ছিনতাই আর ধর্ষণের ঘটনা ঘটলেও বেশির ভাগ ঘটনায় মামলা হচ্ছে না। ধর্ষণ, যৌন হয়রানি, চুরি আর ছিনতাইয়ের অভিযোগ করতে গিয়ে উল্টো অভিযোগকারীকেই হেনস্তা হতে হয়, এমন ঘটনা সারা দেশেই। ধর্ষণের মামলা করতে গিয়ে অধিকাংশ নারী ও শিশু থানা পুলিশের হেনস্তার শিকার হয়। আর চুরি ও ছিনতাইয়ের শিকার ব্যক্তিকে সাধারণ ডায়েরি করাতে বাধ্য করা হয়। আসামি ধরার ক্ষেত্রেও পুুলিশের অনীহা ওপেন সিক্রেট। তবে এ ব্যাপারে পুলিশের নানা ধরনের যুক্তি রয়েছে। তাদের অভিযোগ, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, স্থানীয় মাস্তান ও খোদ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদবিরে থেমে যায় ধর্ষণ মামলার তদন্ত। ঢামেক ওসিসির তথ্যানুযায়ী নারী নির্যাতন কমছে। কিন্তু ধর্ষণ বেড়েই চলেছে। এ বছর জানুয়ারিতে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন আটজন। দগ্ধ হয়েছেন একজন। আর ধর্ষণের শিকার হয়েছেন ৭৪ জন। ফেব্রুয়ারিতে নয়জন শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। ধর্ষণের শিকার ৮৯ জন। চলতি মাসের ১২ তারিখ পর্যন্ত শারীরিক নির্যাতন ও ধর্ষণের শিকার হয়েছেন মোট ২৯ জন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিসংখ্যানে দেখা যায়, ঢাকায় জানুয়ারিতে ছিনতাই হয়েছে মাত্র পাঁচটি। আর ফেব্রুয়ারিতে ৯টি। অথচ রাজধানীতে প্রতিদিনই ছিনতাইয়ের যত ঘটনা ঘটে তা পুলিশের খাতায় তোলা দুই মাসের ছিনতাই তথ্যের চেয়ে বেশি। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে সাধারণ মানুষ যাতে পুলিশকে বন্ধু বলে ভাবে তেমন পরিবেশ নিশ্চিত করতে হবে। থানায় কেউ অভিযোগ করতে গেলে যদি হয়রানি ও অর্থদন্ডের শিকার হতে হয় তবে মানুষ তাদের দিক থেকে মুখ ফেরাবে এমনটিই স্বাভাবিক।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর