মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

করোনাভাইরাসে মসজিদের বয়ান যেমন হওয়া উচিত

মেরাজুল ইসলাম

মসজিদের ইমামগণ মুসল্লিদের সচেতন করার ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখতে পারেন। এ মুহূর্তে মসজিদে মসজিদে করোনাভাইরাস-সংক্রান্ত আলোচনা বেশি বেশি করা দরকার, যাতে জনগণের মাঝে করোনাভাইরাসের সচেতনতা সৃষ্টি হয়। সবচেয়ে বেশি ভালো হবে, যদি জুমার বয়ানে মুসল্লিদের কাছে কোরআন ও হাদিসের আলোকে করোনাভাইরাসের বিপদ সম্পর্কে সতর্ক করা যায়। আল কোরআন শুধু মানুষের জন্য চিকিৎসক নয়, বরং সরাসরি নিরাময়কারী। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, সূরা ফাতিহা হলো মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ। তা ছাড়া কোরআনের বহু জায়গায় রোগ প্রতিরোধের কথা উল্লেখ রয়েছে, যেমন সূরা তিনে ডুমুর ও জয়তুনের কথা রয়েছে, যা মানুষের সুন্দর অবয়বের জন্য উপকারী। কোরআন হলো মানুষের জন্য মহামারীর ভ্যাকসিন। কারণ মানুষের সর্দি, কাশি, ঠান্ডা, হাঁচি ইত্যাদি বিভিন্ন রোগ সিনা থেকে উৎপন্ন হয়, আর কোরআন বলছেন, কোরআন তিলাওয়াত করলে মানুষের ইমান বাড়ে, যেহেতু কোরআন পড়লে ইমান বাড়ে, আর ইমান ও কোরআন তো সিনায় থাকে, তাই এগুলো সিনায় রোগ প্রতিরোধের কাজ করে। মহামারী ও রোগ প্রতিরোধের আরেক ভ্যাকসিনের ক্ষমতা রাখে হাদিস অর্থাৎ হাদিস হলো করোনাভাইরাসের আরেক ভ্যাকসিন। যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, ‘পবিত্রতা ইমানের অঙ্গ।’ মিশকাত। নিজেকে ও নিজের শরীরকে নাপাক থেকে পবিত্র রাখা এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা। কারণ পবিত্র থাকলে শরীর সতেজ থাকে। আর সতেজ শরীর রোগ প্রতিরোধের ক্ষমতা রাখে। অন্য আরেকটি হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ‘তোমরা কোনো কিছু পান করার সময় পাত্রে নিঃশ্বাস ফেলো না এবং তাতে ফুঁ দিয়ো না।’  আবু দাউদ।  কারণ পাত্রে নিঃশ্বাস ফেললে এবং তাতে ফুঁ দিলে খাবারে জীবাণু ও রোগ ছড়ার আশঙ্কা থাকে। এ রকম স্বাস্থ্য সম্পর্কে নবীজির যত হাদিস রয়েছে, এগুলো বেশি বেশি মসজিদে আলোচনা ও উৎসাহের মাধ্যমে ওয়াদা করানো দরকার।

এখন আলেমদের করণীয় কী? এ মুহূর্তে মানুষের মাঝে করোনাভাইরাসের আতঙ্ক ছড়ানো যাবে না। যদি আতঙ্ক ছড়ানো হয়, তাহলে মানুষ দুর্বল হয়ে পড়বে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা হারিয়ে ফেলবে। কারণ দুর্বল শরীর রোগ প্রতিরোধের ক্ষমতা রাখে না। মসজিদে মসজিদে মুসল্লিদের মাঝে ইমাম সাহেবের বয়ান করা উচিতÑ আজ করোনাভাইরাস থেকে বাঁচার জন্য হাত ধোয়ার কথা বলা হচ্ছে, অথচ আজ থেকে ১৪০০ বছর আগে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, ‘তোমরা খাবারের আগে হাত ধুয়ে নাও।’ কারণ খাবারের আগে হাত ধুয়ে খাবার খেলে সে খাবার দ্বারা পেটে রোগ সৃষ্টির আশঙ্কা নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এসব বাণীর ওপর আমল ছেড়ে দেওয়া ও মানুষের নাফরমানির কারণে আজ পৃথিবীতে করোনাভাইরাস আক্রমণ ঘটেছে। পৃথিবীর শুরু থেকে যতগুলো আজাব এসেছে সব মানুষের পাপের সীমা লঙ্ঘন ও নাফরমানির কারণেই এসেছে।

লেখক : ইসলামবিষয়ক গবেষক।

সর্বশেষ খবর