রবিবার, ২৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

এ মুহূর্তের আহ্বান

গরিব মানুষের পাশে দাঁড়ান

করোনাভাইরাস শ্রমজীবী ও গরিব-দুঃখী মানুষকে অসহায় অবস্থায় ঠেলে দিয়েছে। এ ভাইরাসের সংক্রমণ রোধে দেশবাসীকে ঘরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। মানুষ নিজেদের অস্তিত্বের স্বার্থে এ নির্দেশনা মেনে চলছে। স্বভাবতই এর ফলে স্তব্ধ হয়ে পড়েছে জনজীবন। ফলে সমাজের গরিব-দুঃখী-অভাবী মানুষের জন্য এ সংকটময় মুহূর্তে খেয়ে-পরে বেঁচে থাকা কষ্টসাধ্য হয়ে পড়েছে। দেশের গরিব-দুঃখী-অভাবী মানুষের সহায়তায় সরকার নানা কর্মসূচি নিলেও তা লাখ লাখ মানুষের চাহিদা পূরণের জন্য যথেষ্ট নয়। সরকারি উদ্যোগের বাইরে বিপন্ন জনগোষ্ঠীর পাশে সমাজের সম্পন্ন মানুষ ও সামাজিক সংগঠনগুলোর দাঁড়ানোর বিষয়টি প্রাসঙ্গিক হয়ে উঠেছে মহাদুর্যোগের এই সময়ে। করোনাভাইরাসের কারণে দেশের বর্তমান পরিস্থিতিতে শ্রমজীবী, গরিব ও দুঃখী মানুষের পাশে সাধ্যানুযায়ী সবাইকে দাঁড়াতে আহ্বান জানানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে। এসব সময়োপযোগী আহ্বানে মানবতার সেবায় সবাইকে ঝাঁপিয়ে পড়ার তাগিদ দেওয়া হয়েছে। বলা হয়েছে, এখন রাজনীতি কিংবা পারস্পরিক দোষারোপের সময় নয়। প্রাণঘাতী করোনা মোকাবিলা করাই এখন সবার অবশ্য-পালনীয় কর্তব্য। প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের লক্ষ্যে উদারতার যে মহৎ দৃষ্টান্ত স্থাপন করেছেন তা এগিয়ে নিতে সব ধর্ম-বর্ণ-পেশার মানুষ একসঙ্গে দুস্থ মানুষের পাশে দাঁড়াবে- এমন প্রত্যাশাই স্পষ্ট করা হয়েছে সংগঠনগুলোর আহ্বানে। বলা হয়েছে, যাদের আর্থিক সংগতি আছে, তারা সাময়িকভাবে দুর্যোগ কাটিয়ে উঠতে পারছে এবং পারবে। কিন্তু যারা শ্রমজীবী মানুষ, যাদের প্রতিদিনের আয়ের ওপর নিজ পরিবারের খাবার জোগাড় করতে হয়, তাদের সামনে এখন খুবই দুঃসময়। যারা অবস্থাপন্ন তারা যদি নিজস্ব খরচে এলাকাভিত্তিক কয়েক বেলা বা কয়েক দিনের জন্য চাল, ডাল, তেল, লবণসহ নিত্য খাবার সরবরাহ করতে পারেন, তাহলে শ্রমজীবী, গরিব-দুঃখী মানুষের পেটে খাবার জুটবে। দিনমজুর গরিব-দুঃখী মানুষের জন্য বিভিন্ন সংগঠনের আহ্বান আশাজাগানিয়া ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। আমরা আশা করব, দলমত -নির্বিশেষে যাদের সামর্থ্য আছে তারা জাতীয় দুর্যোগের এই মুহূর্তে ক্ষুধাকাতর মানুষের পাশে দাঁড়াবেন। বাড়িয়ে দেবেন সহায়তার হাত। মানুষ মানুষের জন্য- এ উপলব্ধি মূর্তমান করতে এগিয়ে আসবেন সবাই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর