বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

করোনা সংকট

অনিয়মের বিরুদ্ধে হুঁশিয়ারি প্রশংসাযোগ্য

করোনাভাইরাসের কারণে টানা ১৭ দিনের সাধারণ ছুটি এবং ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশনা দেশের লাখ লাখ খেটে খাওয়া মানুষের জীবন-জীবিকায় অনিশ্চয়তা সৃষ্টি করেছে। সরকার অভাবী মানুষের এই দুঃসময়ে তাদের জন্য খাদ্যপণ্য বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। এ মহতী উদ্যোগ যাতে ব্যর্থ না হয় সে ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী। দেশের সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সঙ্গে করোনাভাইরাস মোকাবিলায় আয়োজিত ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী দ্ব্যর্থহীনভাবে বলেছেন, এ ক্ষেত্রে একবিন্দু অনিয়মও সহ্য করা হবে না। তিনি সাধারণ ছুটিতে যারা সমস্যায় পড়েছেন সেসব দিনমজুর ও খেটে খাওয়া মানুষের পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও জনপ্রতিনিধিদের দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। দেশের প্রত্যেক নাগরিককে ঘরে অবস্থানের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, সবাই নিজ নিজ বাড়িতে অবস্থান করুন, সচেতন থাকুন। নিজের ভালো নিজেকেই বুঝতে হবে। আমরা সচেতনতা সৃষ্টি করতে পেরেছি বলেই আজ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। জেলা প্রশাসকদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেছেন, সামাজিক নিরাপত্তামূলক কাজ যেগুলো আছে, যথাযথভাবে করতে হবে। কিন্তু যারা দিন আনে দিন খায়, প্রতিদিনের আয় দিয়ে বাজার করে যাদের খেতে হয়, সাধারণ ছুটির কারণে কাজ পাচ্ছে না বলে তারা আজ ভুক্তভোগী। তাদের কাছে আমাদের সাহায্য পৌঁছে দিতে হবে, যেন তারা অভুক্ত না থাকে। একই সঙ্গে তাদের চিকিৎসার ব্যবস্থা ও সচেতন করার কাজটিও করতে হবে। প্রধানমন্ত্রী ৪ এপ্রিলের পর গুরুত্বপূর্ণ শিল্পকারখানা চালুর নির্দেশনা দেন। অর্থনৈতিক কর্মকা- যেন স্থবির না হয় সেদিকে নজর রাখার ওপর গুরুত্বরোপ করেন। করোনাভাইরাসে সারা বিশ্ব অর্থনৈতিক কারণে স্থবির হয়ে গেছে। সামনে বিরাট একটা অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে। মন্দা মোকাবিলার চিন্তাভাবনা এখন থেকেই করতে হবে। পরিকল্পনা নিতে হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খাদ্য নিরাপত্তা। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের উদ্দেশে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন তা সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ। এ মুহূর্তে খেটে খাওয়া মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার পাশাপাশি আগামী দিনের সংকট মোকাবিলার দিকনির্দেশনা দেওয়া হয়েছে ভিডিও কনফারেন্সে। যার সফল বাস্তবায়নের ওপর করোনাভাইরাসের কারণে উদ্ভূত সংকট মোকাবিলা অনেকাংশ নির্ভরশীল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর