রবিবার, ৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

সর্বোচ্চ প্রবৃদ্ধির হাতছানি

এডিবির পূর্বাভাস আশাজাগানিয়া

করোনাভাইরাস বিপর্যয়ে বাংলাদেশের অর্থনীতি যে বড় ধরনের ধাক্কা খেয়েছে, এ বিষয়ে দ্বিমতের অবকাশ নেই। এ দুঃসংবাদ সত্ত্বেও চলতি অর্থবছরে এশীয় দেশগুলোর মধ্যে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধিতে বাংলাদেশের অবস্থান থাকবে শীর্ষে। এশিয়া উন্নয়ন ব্যাংকের পূর্বাভাসে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে বাংলাদেশের প্রবৃদ্ধি কিছুটা কমলেও পরিস্থিতি সামাল দিতে পারলে তা ৭ দশমিক ৮ শতাংশে পৌঁছতে পারে। করোনা পরিস্থিতিতে সারা দেশের মানুষ যখন উৎকণ্ঠায় ভুগছে তখন এটি এক সুখবর। স্মর্তব্য, গত শুক্রবার প্রকাশিত এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০২০-এ এ পূর্বাভাস দেওয়া হয়েছে। সরকার চলতি অর্থবছরে ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঠিক করেছিল। গত অর্থবছরে ৮ দশমিক ১৩ শতাংশ প্রবৃদ্ধি হওয়ায় আশা করা হচ্ছিল অতি সহজে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জিত হবে। কিন্তু করোনাভাইরাসে দেশের উৎপাদনব্যবস্থা স্তব্ধ হয়ে পড়ায় লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব হয়ে পড়েছে। এডিবি বলছে, আগামী ২০২০-২১ অর্থবছরে প্রবৃদ্ধি আবার ৮ শতাংশ হবে। এশিয়ার গড় প্রবৃদ্ধি ব্যাপকভাবে কমে যেতে পারে করোনাভাইরাস বিপর্যয়ের কারণে। এডিবি বলছে, ২০২০ সালে এশিয়ার গড় প্রবৃদ্ধি ২ দশমিক ২ শতাংশ হবে বলে তারা মনে করছে। গত বছর গড়ে ৫ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল এশিয়ায়। এশিয়ার দেশগুলোর মধ্যে চীন ২ দশমিক ৩ শতাংশ, ভারতে ৪ শতাংশ, ভিয়েতনামে ৪ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এডিবি। পূর্ব এশিয়ার দেশগুলো করোনা বিপর্যয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে শঙ্কা প্রকাশ করেছে এডিবি। বাংলাদেশে করোনাভাইরাসের থাবা এখন পর্যন্ত নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। তবে এটি এমন এক ভয়াবহ ভাইরাস যা হঠাৎ করেই দানবীয় চেহারায় আত্মপ্রকাশ করতে পারে। করোনাভাইরাস বিপর্যয় ঠেকানো সম্ভব হলে চলতি বছর শুধু এশিয়া নয়, জিডিপি প্রবৃদ্ধিতে বিশ্বের সেরা দেশের তকমা ধারণ করার সুযোগ পাবে বাংলাদেশ। সেটি নিশ্চিত করতে করোনাভাইরাস প্রতিরোধে আরও সক্রিয় হওয়া জরুরি। শুধু অর্থনীতি নয়, মানুষের জীবন রক্ষায় মেনে চলা উচিত স্বাস্থ্য নির্দেশনা।

সর্বশেষ খবর