সোমবার, ৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ভ্যাকসিন আবিষ্কার

বিজ্ঞানীদের চেষ্টা সফল হোক

পরাজিত হয় না মানুষ, পরাজিত হওয়া মানুষের সহজাত প্রবণতার মধ্যে নেই। মানুষ ঘাত-প্রতিঘাত, রোগব্যাধি, ঝড়-ঝঞ্ঝা মোকাবিলা করে আজকের অবস্থানে দাঁড়িয়েছে। টিকে আছে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করেই। করোনাভাইরাস মানুষের অস্তিত্বের জন্য যে চ্যালেঞ্জ সৃষ্টি করেছে তাতে জয়ী হওয়ার জন্য লড়াই করছেন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। যে দেশ থেকে করোনাভাইরাস নামের মহাঘাতকের উৎপত্তি সেই চীনের বিজ্ঞানীরা ইতিমধ্যে ভ্যাকসিন আবিষ্কারে সক্ষমতা দেখিয়েছেন। গত ১৭ মার্চ চীনের উহানের ১০৮ ব্যক্তির ওপর ভ্যাকসিনটি প্রয়োগ করা হয়। তারপর তাদের রাখা হয় উহানের একটি হাসপাতালে। তাদের মধ্যে ১৮ জন ইতিমধ্যে ঘরে ফিরে গেছেন। যাদের ওপর করোনার ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছিল তাদের আরও ছয় মাস নজরে রাখা হবে। ১৮ থেকে ৬০ বছরের মধ্যে বয়স এমন মোট ১০৮ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি স্বেচ্ছায় এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের উহানের হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছিল। ভ্যাকসিনের ফলাফল দৃশ্যত ইতিবাচক। সংবাদ মাধ্যমের খবর প্রকাশ, প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের টিকা উদ্ভাবনে কাজ করছে রাশিয়া ও চীনের বিজ্ঞানীরা। এরই মধ্যে চীন করোনাভাইরাসের জেনোম রাশিয়ার বিজ্ঞানীদের কাছে হস্তান্তর করেছে। দুই পক্ষের আশা, শিগগিরই ভাইরাসটির প্রতিষেধক উদ্ভাবন করা সম্ভব হবে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের টিকা উদ্ভাবনের জন্য রাশিয়ার নোভোসিবিস্কের ভাইরোলজি ও বায়োটেকনোলজিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ভেক্টর ইনস্টিটিউটের বিজ্ঞানীরা কাজ করছেন। এরই মধ্যে তারা পরীক্ষামূলকভাবে দুটি টিকার প্রোটোটাইপ উদ্ভাবন করেছেন। আগামী জুনে টিকাগুলোর প্রোটোটাইপ প্রথমবারের মতো পরীক্ষা করা হবে। ভেক্টর ইনস্টিটিউট এরই মধ্যে নভেল করোনাভাইরাসের দুটি প্রকারভেদ আবিষ্কার করেছে। এ ছাড়া প্রতিষেধক আবিষ্কারে আমেরিকা ও অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরাও নতুন প্রযুক্তি ব্যবহার করছেন। এর ফলে করোনাভাইরাস ঠেকাতে প্রতিষেধক কম সময়ে তৈরি হয়ে যাবে বলে আশা বিজ্ঞানীদের। অন্যান্য দেশও করোনাবিরোধী লড়াইয়ে মানুষের জয় নিশ্চিত করতে গবেষণা চালিয়ে যাচ্ছে। যে গবেষণার উদ্দেশ্য একটাই। মানুষের অস্তিত্ব যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। ভাইরাস যাতে মানবজাতির অস্তিত্বের ওপর আঘাত হানতে না পারে সে লক্ষ্যে ভ্যাকসিন ও ওষুধ আবিষ্কারে বিজ্ঞানীদের পারস্পরিক সহযোগিতাও গড়ে উঠেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর