মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

প্রণোদনা ও স্বাস্থ্যবিমা

চিকিৎসকদের মনোবল বাড়াবে

করোনাভাইরাসের বিরুদ্ধে মানুষের টিকে থাকার যুদ্ধে যারা ফ্রন্টলাইনের যোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করছেন তাদের মধ্যে রয়েছেন ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। নিজেদের জীবন বিপন্ন করার ঝুঁকি নিয়েই তাদের দায়িত্ব পালন করতে হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে করোনা চিকিৎসায় নিয়োজিত উল্লেখযোগ্যসংখ্যক চিকিৎসক ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন ঘাতক ভাইরাসে সংক্রমিত হয়ে। স্বভাবতই বাংলাদেশের চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। যে কারণে তাদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জামাদি সরবরাহের পাশাপাশি এ সংকটময় মুহূর্তে দায়িত্ব পালনের জন্য প্রণোদনা ও স্বাস্থ্যবিমার ব্যবস্থা জরুরি। স্বনামখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আবদুল্লাহ করোনাভাইরাস মোকাবিলায় অবতীর্ণ হওয়া চিকিৎসক, নার্স ও মেডিকেল কর্মীদের প্রণোদনা ও স্বাস্থ্যবিমার ব্যবস্থা করার জন্য সরকারপ্রধান ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন। বলেছেন, করোনা মোকাবিলায় যেসব চিকিৎসক, নার্স ও মেডিকেল কর্মী জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন তাদের জন্য প্রণোদনার ব্যবস্থা করা জরুরি। কারণ তারা জীবনের ঝুঁকি নিয়ে সামনে থেকে করোনাকে প্রতিহত করতে কাজ করছেন। এতে তাদের জীবনের প্রতি একটা শঙ্কা থাকে। আমাদের প্রতিবেশী দেশ ভারতেও চিকিৎসক, নার্স ও মেডিকেল কর্মীদের জন্য ৫০ লাখ রুপির স্বাস্থ্যবিমার ব্যবস্থা করা হয়েছে। যারা জীবনের ঝুঁকি নিয়ে করোনা মোকাবিলায় কাজ করছেন তাদের জন্য কয়েক মাসের মেয়াদে হলেও একটা স্বাস্থ্যবিমার ব্যবস্থা করা যেতে পারে। নিবেদিতপ্রাণ চিকিৎসক হিসেবে সব মহলে সুনামের অধিকারী অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহর এ পরামর্শ খুবই যৌক্তিক ও প্রশংসাযোগ্য। করোনাবিরোধী লড়াইয়ে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মনোবল বৃদ্ধি এবং তারা যাতে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে পারেন তা নিশ্চিত করতে  প্রণোদনা ও স্বাস্থ্যবিমার ব্যাপারে অচিরেই সিদ্ধান্ত নেওয়া হবে- এমনটিই প্রত্যাশিত।

সর্বশেষ খবর