বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
ভেষজ

কালিজিরা

রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃত্যু ছাড়া সব রোগ আরোগ্যকারী ওষুধ সম্পর্কে জ্ঞানদান করেছেন- ‘তোমাদের জন্য “সাম” ছাড়া সব রোগের আরোগ্য রয়েছে কালিজিরায়। আর সাম হলো মৃত্যু।’ সুতরাং কালিজিরা হোক আমাদের নিত্যসঙ্গী। সুস্বাস্থ্য অর্জনে ও সংরক্ষণে কালিজিরা জাত ওষুধ গ্রহণে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া বা জটিলতা সৃষ্টি করে না। কালিজিরার মধ্যে রয়েছে ফসফেট, লোহা, ফসফরাস, কার্বহাইড্রেট ছাড়াও জীবাণুনাশক বিভিন্ন উপাদান। এতে রয়েছে ক্যান্সার প্রতিরোধক ক্যারোটিন ও শক্তিশালী হরমোন, প্রস্রাবসংক্রান্ত বিভিন্ন রোগ প্রতিরোধকারী উপাদান, পাচক অ্যানজাইম ও অম্লনাশক উপাদান এবং অম্লরোগের প্রতিষেধক। মস্তিষ্ক, চুল, টনসিল, গলা ব্যথা, ব্রণ, যাবতীয় চর্মরোগ,  ডায়াবেটিস, কলেস্টেরেল, কিডনি, মূত্র ও পিত্তপাথরী, লিভার ও প্লিহা ও বক্ষব্যাধিতে কালিজিরা উপকারী।

                ডা. আলমগীর মতি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর