বুধবার, ২২ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

করোনাবিরোধী লড়াই

সচিবদের নিয়োগ ইতিবাচক

করোনাভাইরাসবিরোধী লড়াই জোরদারে ৬৪ জন সচিবকে দেশের ৬৪টি জেলায় ত্রাণ, চিকিৎসাসহ এ-সংক্রান্ত কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মরণঘাতী ভাইরাসের হাত থেকে দেশবাসীকে বাঁচাতে সরকার ইতিমধ্যে নানা কর্মসূচি নিয়েছে। দেশবাসীকে নির্দেশ দিয়েছে ঘরে থাকতে। কয়েক কোটি গরিব অভাবী মানুষের জন্য ত্রাণ তৎপরতা চালছে। জোরদার করা হয়েছে করোনা শনাক্তকরণ ও চিকিৎসাব্যবস্থা। কিন্তু সমন্বয়ের ত্রুটিতে বহু ক্ষেত্রে কাক্সিক্ষত ফল মিলছে না। এ বাস্তবতায় করোনাসংক্রান্ত সব কার্যক্রমের সমন্বয়ে প্রতি জেলায় একজন সচিব কাজ করবেন। প্রধানমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রত্যেক জেলা প্রশাসক ও সিভিল সার্জনকে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের থাকা-খাওয়া, যাতায়াতসহ সব ধরনের সুবিধা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা শহরের হোটেল ও আবাসিক ভবন রিকুইজিশন করতে বলা হয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পিপিই, মাস্কসহ প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করতেও দেওয়া হয়েছে নির্দেশনা। সার্বিক পরিস্থিতি তদারকি করছে প্রধানমন্ত্রীর কার্যালয়। কোথাও কোনো সমস্যা দেখা দিলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের নির্দেশনা পাওয়ার পর পরই জেলা শহরগুলোয় হোটেল রিকুইজিশনের কাজ শুরু করেছেন জেলা প্রশাসকরা। সিভিল সার্জনদের নির্দেশ দেওয়া হয়েছে চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবহনের জন্য যানবাহন; রোগীদের জন্য অ্যাম্বুলেন্স; পর্যাপ্তসংখ্যক পিপিই, ওষুধ, ভেনটিলেটর ও লাশ পরিবহনের জন্য ব্যাগ প্রস্তুত রাখতে। সরকারের এ পদক্ষেপকে সব মহলে ইতিবাচক দৃষ্টিতে দেখা হচ্ছে। আশা করা হচ্ছে, সচিবরা প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। ত্রাণ তৎপরতার দুর্নীতি কঠোরভাবে সামাল দেবেন। করোনাবিরোধী যোদ্ধা চিকিৎসকদের সাহস জোগাতে তাদের সুরক্ষায় যা যা করণীয় সবকিছুই করবেন। করোনাবিরোধী লড়াইয়ে জয়ী হওয়ার জন্য সরকারের এ পদক্ষেপ সুফল দেবে- এমনটিই প্রত্যাশিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর