শিরোনাম
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

জামিলুর রেজা চৌধুরী

তাঁর শূন্যতা পূরণ হওয়ার নয়

দেশের শ্রেষ্ঠ সন্তানদের একজন সর্বজনশ্রদ্ধেয় জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী আর আমাদের মাঝে নেই। জ্ঞানে প্রজ্ঞায় ও অভিভাবকত্বে বটবৃক্ষের মতো অবস্থানকারী এই মহানুভব প্রকৌশলী, শিক্ষাবিদ, তথ্যপ্রযুক্তিবিদ স্বজন এবং প্রিয় দেশবাসীকে ছেড়ে গত মঙ্গলবার চলে গেছেন না-ফেরার দেশে। সোমবার রাতে তিনি অন্য দিনের মতো নিজের কক্ষে ঘুমাতে যান। ভোরে সাহরির সময় তাঁর স্ত্রী ঘুম ভাঙানোর জন্য ডাকেন। কোনো সাড়া না পাওয়ায় দ্রুত স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। একুশে পদকপ্রাপ্ত এই শিক্ষাবিদের বয়স হয়েছিল ৭৭ বছর। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী মৃত্যুর আগ পর্যন্ত এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির উপাচার্যের দায়িত্ব পালন করেছেন। মঙ্গলবার বাদ জোহর ধানমন্ডি ঈদগাহ মসজিদে নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। পদ্মা সেতু নির্মাণে বিশেষজ্ঞ প্যানেলের চেয়ারম্যান ছিলেন এই প্রথিতযশা প্রকৌশলী। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেলসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সঙ্গেও জড়িত ছিলেন তিনি। ১৯৪৩ সালের ১৫ নভেম্বর সিলেট শহরের প্রকৌশলী আবিদ রেজা চৌধুরী ও হায়াতুন নেছা চৌধুরীর ঘরে জন্মগ্রহণ করেন জামিলুর রেজা চৌধুরী। ঢাকা কলেজ থেকে ১৯৫৯ সালে উচ্চমাধ্যমিক শেষ করে ভর্তি হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা তখনকার আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে। ’৬৩ সালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করে সেখানেই শিক্ষকতা শুরু করেন। তিনি যুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ে অ্যাডভান্স স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর এবং ’৬৮ সালে পিএইচডি শেষ করেন। এরপর দেশে ফিরে আবার বুয়েটে শিক্ষকতা শুরু করেন। জামিলুর রেজা চৌধুরী ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে একমাত্র বাংলাদেশি হিসেবে সম্মানসূচক ডক্টর অব ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে জাতি একজন দেশপ্রেমিক, প্রতিভাধর প্রকৌশলী ও অভিভাবককে হারাল। তাঁর শূন্যতা পূরণ হওয়ার নয়। জ্ঞানতাপস এই গুণীজনের  প্রতি আমাদের শেষ শ্রদ্ধা ও অভিবাদন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর