রবিবার, ৩ মে, ২০২০ ০০:০০ টা

সম্মুখযোদ্ধাদের সুরক্ষা

করোনাবিরোধী লড়াইয়ের জন্য জরুরি

করোনাভাইরাস মোকাবিলার সম্মুখযোদ্ধাদের মধ্যে আক্রান্তের হার বেড়েই চলেছে। বাড়ছে প্রাণহানির ঘটনা। চিকিৎসক ও চিকিৎসা-সংশ্লিষ্টদের বলা হয় রোগ চিকিৎসার প্রধান সৈনিক। তাদের মধ্যে ঘাতক এ ভাইরাস ছড়িয়ে পড়েছে বিপুলভাবে। মারা গেছেন একজন চিকিৎসক ও একজন স্বাস্থ্যকর্মী। করোনাভাইরাস মোকাবিলায় পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা অগ্রগণ্য। এ পর্যন্ত সারা দেশে প্রায় ৫০০ পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন এ ঘাতক ভাইরাসে। প্রাণ হারিয়েছেন পাঁচজন। এর মধ্যে গত বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মহানগর পুলিশের দুই সদস্যের মৃত্যু হয়েছে। এর একজন এএসআই আবদুল খালেক। অন্যজন কনস্টেবল আশেক মাহমুদ। এর আগের দিন মারা যান কনস্টেবল জসিম উদ্দিন। এ ছাড়া মারা যান দুই এসআই নাজিরউদ্দিন ও সুলতানুল আরেফিন। এ নিয়ে এ পর্যন্ত করোনায় পুলিশের পাঁচ সদস্যের মৃত্যু সহকর্মীদের মধ্যে গভীর শোক সঞ্চার করেছে। দৈনিক সময়ের আলোর প্রধান প্রতিবেদক সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির খোকন মারা যান গত মঙ্গলবার রাতে। সাতক্ষীরায় মারা গেছেন একজন মফস্বল সাংবাদিক। করোনাভাইরাসে আক্রান্ত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মঈন উদ্দিন মারা যান ১৫ এপ্রিল। গরিবের বন্ধু হিসেবে পরিচিত এই চিকিৎসক ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ ছাড়া সিটি ব্যাংকের কর্মকর্তা মুজতবা শাহরিয়ার প্রাণ হারিয়েছেন করোনাভাইরাসে। করোনা মহামারী মোকাবিলায় যারা সামনে থেকে কাজ করছেন, সেসব সম্মুখযোদ্ধা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিকদের আক্রান্ত হওয়ার তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। মৃত্যুর এমন ঝুঁকি নিয়েই করোনা প্রতিরোধে কাজ করে যাচ্ছেন তারা। সম্মুখযোদ্ধার বেশির ভাগই সুরক্ষাব্যবস্থা ছাড়া দায়িত্ব পালনের পরিণতিতে ঘাতক ব্যাধিতে আক্রান্ত হয়েছেন। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, করোনাভাইরাস মোকাবিলায় সুরক্ষা পোশাক বা পিপিইর সংখ্যা একেবারে কম। বেশির ভাগ ক্ষেত্রেই মানহীন। বিশেষত পুলিশ ও সাংবাদিকদের জন্য সরবরাহকৃত পিপিইর সংখ্যা একেবারে সীমিত; যা করোনাবিরোধী যুদ্ধের সম্মুখযোদ্ধাদের মনস্তাত্ত্বিকভাবে ঘায়েল করছে। এ সংকট মোকাবিলায় মহামারীকালে যারা ঝুঁকি সত্ত্বেও দায়িত্ব পালন করছেন তাদের সুরক্ষার দিকে নজর দিতে হবে। সরকার শুধু নয়, প্রাতিষ্ঠানিকভাবেও কর্মীদের সুরক্ষার বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত।

সর্বশেষ খবর